শিবসেনা হিন্দুত্বের নীতি থেকে কিছুতেই সরবে না: উদ্ধব ঠাকরে

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে যাবতীয় জল্পনার শেষ হয়েছে গত সপ্তাহের বৃহস্পতিবার। তাই এখন শিবসেনা এনসিপি এবং কংগ্রেস বিধায়কদের সমর্থন নিয়ে রাজ্যপাট চালানোর জন্য যাকে বলে কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন উদ্ধব ঠাকরে। তবে এক দিকে জোট সরকার বাঁধার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল শিবসেনা আদৌ হিন্দুত্বের নীতি নিয়ে চলবে কি না? সেই প্রশ্নে জল্পনার অবসান ঘটালেন স্বয়ং উদ্ধব ঠাকরে।

রবিবার বিধানসভায় সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন শিবসেনা কখনোই হিন্দুত্বের নীতি থেকে সরে আসবে না। এদিন বিধানসভার অধিবেশনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের বিদায়ী সরকার অর্থাত্ বিজেপির বিরোধিতা না করে বরং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, তবে ছোট ভেস্তে গেছে বলেই ছাড়েননি তিনি।

তাই তো বিধানসভায় সরাসরি দেবেন্দ্রকে কটাক্ষ করে বিরোধী নেতা নয় বরং দায়িত্বপূর্ণ নেতা বলতে চান বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ধব।তাই হিন্দুত্বের নীতিতে তিনি এখনও বিশ্বাস করেন এবং ওই আদর্শ থেকে কখনওই সরে আসবেন না তিনি জানান উদ্ধব।

যদিও এখানেই থেমে না থেকে এখন বিরোধীদের তিনি পাশে পেয়েছেন বলে জানান পাশাপাশি যারা এত দিন অবধি তাঁকে সমর্থন করে এসেছে তাঁরা তাঁর সমর্থন ছেড়ে বেরিয়ে গেছেন বলে জানিয়েছেন উদ্ধব।

সম্পর্কিত খবর