মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্রেও সঙ্কটে কংগ্রেস! শিবসেনার সাথে জোটের কথা উস্কে দিল বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির Bharatiya Janta Party) বরিষ্ঠ নেতা সুধীর মুনগন্তিওয়ার মঙ্গলবার বলেন, যদি এনসিপি (NCP) আর কংগ্রেস (Congress) সরকার ভাঙার হুমকি দিয়ে শিবসেনার (Shivsena) উপর মুসলিমদের সংরক্ষণ দেওয়ার চাপ সৃষ্টি করে, তাহলে বিজেপি শিবসেনার হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়বে।

বিজেপির বরিষ্ঠ নেতা মুনগন্তিওয়ার সংবাদমাধ্যমকে জানান, আমাদের দলের বক্তব্য হল সংরক্ষণ ধর্মের ভিত্তিতে দেওয়া হবেনা। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, ‘শিবসেনা যেটা বলছে সেটা ঠিক, তাঁরা সংবিধানের কথা বলছে। সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেয়না।” উনি বলেন, ‘যদি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয় তাহলে শিখ আর ইসাইরা কি ভুল করেছে?

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে মঙ্গলবার জানিয়েছিলেন, মুসলিমদের সংরক্ষণের জন্য কোন প্রস্তাব এখনো তাঁর কাছে আসেনি। যখন আসবে, তখন সেটিকে নিয়ে পর্যালোচনা করা হবে।

এই বিষয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন ফড়নবিশ বলেন, মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করা উচিৎ। উনি বলেন, শিবসেনার মন্ত্রী বিধানসভায় বলেছেন যে, যদি মুখ্যমন্ত্রী মুসলিমদের সংরক্ষণের বিষয়ে রাজি না হন, তাহলে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর