উমা শারদ সন্মান ২০১৯- গ্রাম বাংলার টেরাকোটার কাজে তৈরি গয়না প্রদর্শনী।

 

 

বাংলা হান্ট ডেস্ক: উমা আসছে ঘরে। আর তার সাথেই আসছে উমা শারদ সন্মান ২০১৯। পুজো উদ্যোক্তাদের ও শিল্পীদের কঠোর পরিশ্রমের পর তাদের ভাবনা ফুটে ওঠে পুজো মণ্ডপে। আর এই ভাবনাকে স্বীকৃতি দাওয়ার জন্যই এই শারদ সন্মান। শুধু এটুকুই নয়, আছে বিশেষত্ব অনেক।

CollageMaker 20190918 190410840

বিগত ৪ঠা সেপ্টেম্বর কলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল এই শারদ সন্মানের এই বছরের প্রথম সাংবাদিক সন্মেলন যেখানে উপস্থিত ছিলেন মোল্লার ঘোষ, কেকে চ্যাটার্জী, আর যে পামেলা, ডঃ অরুনজ্যোতি, প্রত্যুস কুমার ঘোষ, টেজস গান্ধী ও আরো অনেকে। তাদের সামনেই হলো উমা শারদ সন্মান এর বিশেষ গয়নার প্রদর্শনী। গ্রাম বাংলার টেরাকোটা র কাজ, যা আজ মানুষ ভুলতে বসেছে, সেই টেরাকোটার কাজের গয়না গুলি কে প্রদর্শনে দেখানো হলো যে এই শিল্পের সঠিক কদর করা হলে তা আজও কতটা যুগোপোগী এবং আজও বাংলার নারীদের সাজিয়ে তুলতে এর তুলনা নেই।

 

সম্পর্কিত খবর