অবসর নিলেন রাষ্ট্র সংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন, নমস্কার জানিয়ে নিলেন বিদায়

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্র সংঘে (United Nations) ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন (Syed Akbaruddin) আজ রিটায়ার হলেন। এই পদে উনি ২০১৬ থেকে নিযুক্ত ছিলেন। রাষ্ট্র সংঘে ভারতের হয়ে নানান কাজ হাসিল করা এবং পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য উনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। এবার বিদেশ মন্ত্রালয়ের হেডকোয়ার্টারে আর্থিক বিষয়ে সচিব রুপে কাজ করা তিরুমুর্তিকে নিউইউর্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সৈয়দ আকবরুদ্দিন UN এর সেক্রেটারি জেনারেলের সাথে শেষবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। উনি বলেন, ‘যাওয়ার আগে আমার একটি আবেদন আছে। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, যখন আমরা সাক্ষাৎ করি, অথবা বিদায় নিই, তখন আমরা ‘হ্যালো” বলিনা, না হাত মেলাই। আমরা নমস্কার করি। এর জন্য আমি কথা শেষ হওয়ার আগে আপনাকে নমস্কার জানাচ্ছি। যদি আপনিও এরকম করতে পারেন, তাহলে আমি আমার এক সাথিকে ছবি তুলতে বলব।”

আপনাদের জানিয়ে দিই, জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ এর প্রধান মাসুদ আজাহারকে সংযুক্ত রাষ্ট্রের তরফ থেকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যে ভারতের প্রতিনিধি হিসেবে আকবরুদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চিন লাগাতার এটার বিরোধিতা করে এসেছিল। কিন্তু আকবরুদ্দিন হাত মানেন নি।

শেষ পর্যন্ত ভারতের প্রচেষ্টা আর সমস্ত বিদেশী দেশ গুলোর সহায়তায় জইশ চীফ মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়। এছাড়াও সংযুক্ত রাষ্ট্রে চিন আর পাকিস্তান দ্বারা কাশ্মীর ইস্যু তোলার পর আকবরুদ্দিন তাদের কোড়া জবাব দিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর