অবিশ্বাস্য! চা পাউরুটি ঘুগনি কলা ও ডিম দাম মাত্র কুড়ি টাকা, ফেসবুকে ভাইরাল দোকানদার

বাংলা হান্ট ডেস্ক : আজকের দিনে কুড়ি টাকায় খাবার পাওয়া নেহাতই অবিশ্বাস্য খবর৷অনেকের কাছে মনে হতেই পারে এটা কখনোই সম্ভব নয়৷ কারণ একটি সিদ্ধ ডিমের দাম হয়তো 15 টাকা, 5 টাকায় কেক বা বিস্কুট ছাড়া কিছুই পাওয়া যায় না অথচ সেই কুড়ি টাকাতেই পাওয়া যায় পাঁচটি খাবার৷ চা পাউরুটি ঘুগনি কলা ও ডিম৷হিসেব অনুযায়ী প্রত্যেকটি দাম পড়বে চার টাকা করে৷ হ্যাঁ এমনই একটি দোকান রয়েছে যেখানে গেলে আপনি সকালের খাবার পেট ভরে খেতে পারবেন৷ ফেসবুকে একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর সেখানেই দেখা গিয়েছে215326 shopkeep3

কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় একটি চায়ের দোকান রয়েছে যেখানে যে কোনও পাঁচ প্রকারের খাবার মাত্র কুড়ি টাকায়, আবার বিকেলে নুন ছোলা মুড়ি এসব পাওয়া যায়৷ মনে হতেই পারে এ সব কি আজকের দিনে সম্ভব? তবে ফেসবুকে এই ছবি সকলের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে৷ এক তরুণী ফেসবুকে সেটি পোস্ট করে লিখেছেন এক দোকানদার তাঁর বিক্রি বাড়াতে প্রচার করতে অনুরোধ করায় তিনি এই পোস্ট করেছেন৷ উত্সবের মরসুমে এ রকম দোকানদারকে সামনে পেয়ে রীতিমত চমকে উঠেছিলেন সকলেই৷

ফেসবুকে ছবিটি পোস্ট হওয়ার পর থেকে বিদ্যুতের গতিতে শেয়ার হয়েছে৷ সকলের মুখে একটাই কথা যেখানে আধ পিটার থেকেও কম খাবার পাওয়া যায় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকায় সেখানে মাত্র কুড়ি টাকায় সকালের খাবার৷ শহর কলকাতার মতো জায়গায় কুড়ি টাকায় সে ভাবে কিছুই খাবার পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণনগরে এত সস্তায় যে এ ভাবে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পাওয়া যায় তা খানিকটা অবাক করেছে সকলকে৷

সম্পর্কিত খবর