অনিশ্চিত অলিম্পিক! কানাড়ার পর এবার অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিল অস্ট্রেলিয়া।

এই মুহূর্তে করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারীতে পরিণত হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে আক্রান্ত হচ্ছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আর এমন পরিস্থিতিতে আসন্ন অলিম্পিক সঠিক সময়েই হবে এমন চিন্তা-ভাবনা করে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছিল অলিম্পিক কমিটি এবং জাপান। কিন্তু দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, আর সেই কারণেই অলিম্পিকে অংশগ্রহণ করা বিভিন্ন দেশ দাবি তুলতে শুরু করেছে অলিম্পিক স্থগিত করে দেওয়ার। আর এই মুহূর্তে বিশ্বের প্রথম দেশ হিসাবে অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কানাডা। তারপরে অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল আরেক দেশ এবার অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল অস্ট্রেলিয়া।

এওসি এর চিফ এক্সিকিউটিভ অফিসার ম্যাট ক্যারোল জানিয়েছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোনো রকম পরামর্শ ছাড়াই নিজেদের মতো করেই অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে আসন্ন অলিম্প্রিক্স থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিল।

টোকিওতে এবছরের 24 শে জুলাই অলিম্পিক এবং 25 শে জুলাই প্যারা অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা ভাইরাসের জন্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মনে করা হচ্ছে সঠিক সময়ে অলিম্পিক শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। এওসি এর চিফ এক্সিকিউটিভ অফিসার ম্যাট ক্যারোল জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর