পশ্চিমবঙ্গে ৪০ শতাংশ বেকারত্ত্ব কমেছেঃ নুসরত জাহান, তৃণমূল সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ আগামী নির্বাচনকে লক্ষ্য করে সরগরম বাংলার রাজনৈতিক শিবির। সেই প্রসঙ্গেই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) সোমবার তৃণমূল ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনে বাংলার শিক্ষা, বেকারত্ব, কন্যাশ্রী আরও নানাবিধ বিষয় উত্থাপন করে বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন।

কথার শুরুতেই সাংসদ নুসরত জাহান বললেন, ‘আমি রাজনীতির কথা বলব না’। এইভাবেই এক এক করে চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করে বাংলার শাসক দলের কর্মকান্ডকে সকলের সামনে তুলে ধরলেন। সেইসঙ্গে কর্মসংস্থান ইস্যুতেও বিঁধলেন কেন্দ্র সরকারকে।

https://www.facebook.com/AITCofficial/videos/2899505783658727

তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান বললেন, ‘আমি রাজনীতির কথা বলবা না, আমি বাংলার শিক্ষার কথা বলব। গত ৯ বছর বাংলায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১২ থেকে বেড়ে হয়ে ৪২। ৫০ টি নতুন কলেজ তৈরি হয়েছে এবং ৭৬ টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে বাংলায়’।

শিক্ষার পাশাপাশি বাংলায় বেকারত্বের বিষয়েও শাসক দলের উন্নতির ফিরিস্তি দিলেন সাংসদ নুসরত জাহান। তিনি বললেন, ‘আমি রাজনীতির কথা বলব না, আমি বাংলার যুব সমাজের ভবিষ্যতের কথা বলব। গত ৮ বছরে বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ এবং চাকরি পেয়েছেন প্রায় ১ কোটি মানুষ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর