রিপোর্ট: মোদী জামানায় ৪ বছরে বেড়েছে বেকারত্বের জ্বালা, ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার হার

বাংলাহান্ট ডেস্কঃ বেকারত্বের জ্বালা বড় জ্বালা। বর্তমান যুব সমাজের কাছে এই বেকারত্ব, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর চাকরি না পেয়ে তাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে দেশের যুব সম্প্রদায়। তবে চাকরি না পেয়ে আত্মহত্যার হার প্রায় ২৪ শতাংশ বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) জামানায়- এমনটাই জানাচ্ছে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (NCRB)।

   

রিপোর্ট বলছে, ২০১৬ সালে যে আত্মহত্যার সংখ্যা ছিল ২,২৯৮। সেটাই ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ জন। মোদী জামানায় ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে, গত ৪ বছরে চাকরির অভাবে বেকারত্বের জ্বালায় আত্মহত্যার হার বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

করোনার সাল ছাড়াই এই হিসেব করা হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (Centre for Monitoring Indian Economy) চিফ এক্সিকিউটিভ মহেশ ব্যাস। আর করোনা আবহে কর্মহীন হওয়া মানুষের সংখ্যাও অনেক বলে জানিয়েছেন। প্রায় ৯৭ শতাংশ ঘরে আয় কমেছেও বলে খবর।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর ‘অচ্ছে দিনে’র প্রতিশ্রুতি দিয়ে বছরে ২ কোটি চাকরির আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বর্তমান সময়ে NCRB-র রিপোর্ট বলছে, ২০১৬ সালেই বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে প্রাণ হারিয়েছেন ২২৯৮ জন। পাশাপাশি বাকি বছরগুলিতে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০৪, ২৭৪১ ও ২৮৫১ জন।

রিপোর্ট অনুসারে, এই সংখ্যা সর্বাধিক বেশি দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকেই। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৫৫৩ জন। মহারাষ্ট্রে ৪৫২ জন এবং তামিলনাড়ুতে ২৫১। পাশাপাশি বাংলায় ২০১৬ সালে আত্মহত্যা করেছিলেন ১০৯ জন, এরপর ২০১৭ সালে ৯৫ জন, ২০১৮ সালে ৭৫ এবং ২০১৯ সালে সেই সংখ্যা অনেকটাই কমে দাঁড়িয়েছে ৪০ জন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর