বিয়ের কার্ড নাকি ল্যাপটপ! কার্ডে ছাপা অ্যাপেলের ম্যাকবুক, দম্পতির কাণ্ডে অবাক নেটপাড়া!

বাংলা হান্ট ডেস্ক : বিয়ে! প্রতিটি ছেলে মেয়ের কাছে স্বপ্ন। জীবনসঙ্গীর সঙ্গে গাঁটছড়া বাঁধবে আর তার প্রতিটা মুহূর্তে সেরা হবে না, সেটা কি হতে পারে। সেজন্য করা হয় প্রি ওয়েডিং ফটোশ্যুট। এমনকি গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের আসর সবেতেই এক নতুনত্বের ছোঁয়া। প্যান্ডেল, পুরোহিত, বিয়ের সাজসজ্জা কোনকিছুই বাদ যায় না। আর এই এত কিছুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিয়ের কার্ড। আর এবার এক দম্পতি এমন একটি বিয়ের কার্ড (Wedding Card) বানালো যা দেখে হতবাক সকলে।

বিয়ের কার্ড (Wedding Card) নাকি ম্যাকবুক?

এই ডিজিটাল যুগে বিয়ের কার্ড (Wedding Card) ছাপানোর এক আলাদাই তোড়জোড়। বিয়ের কার্ডের (Wedding Card) ডিজাইন থেকে শুরু করে, লেখা প্রতিটি জিনিস অত্যন্ত নিখুঁতভাবে করা হয়। কার্ড যত সুন্দর হবে ততই সকলে প্রশংসা করবেন এমনটাই মনে করেন সকলে। তবে এবার এক দম্পতি বিয়ের কার্ডে ফুটিয়ে তুললেন অ্যাপেল ম্যাকবুক। এমন বিয়ের কার্ড বাপের জন্মে কেউ দেখেনি।

  • কারা বানিয়েছে এই বিয়ের কার্ড?

জানা যায়, মনোজ নামের এক ব্যক্তি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন৷ ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের কার্ডটি দেখতে অবিকল ল্যাপটপের মতো। এই সূত্রে জানা যায়, ১৬ই সেপ্টেম্বর তাঁর বিয়ে ছিল তামিলনাড়ুর ধর্মপুরিতে। বিয়ের জন্য তিনি যে কার্ডটি ছাপিয়েছিলেন তা দেখে চমকে গেছেন নিমন্ত্রিতরা।

আরও পড়ুন : টাকা দিয়ে ফিল্মি অ্যাওয়ার্ড কেনেন শাহরুখ খান! বিস্ফোরক অভিযোগ এই অভিনেত্রীর

  • বিয়ের কার্ডে কি ছিল?

জানা যায় বিয়ের কার্ডটি দেখতে ছিল হুবহু ল্যাপটপের মত। কার্ডের উপরে লেখা ছিল অ্যাপেল ম্যাকবুক প্রো।যেমন Apple কোম্পানির ল্যাপটপের ডিজাইন হয়ে থাকে ঠিক অবিকল তেমন লেখা। কার্ডের ওপর থেকে হঠাৎ দেখলে মনে হবে এটা আস্ত একটা ল্যাপটপ।

এরপর এই কার্ডের উপরের অংশটা খুললে দেখতে পাবেন ভিতরের দিকে রয়েছে একটি বোতাম। আর উপরের দিকে রয়েছে একটি কাগজের স্ক্রিন। যেখানে দম্পতির ছবি দেওয়া, তাও আবার গুগলের ছবির মত। এখানেই শেষ নয় ভেতরে দেখা যাচ্ছে, গুগলে সার্চ করলে যেমন অপশন দেখা যায় ঠিক সেই ভাবে দেওয়া। সব মিলিয়ে একটা নতুন ল্যাপটপের পার্সেল এটা। যে কেউই এক ঝলকে দেখে বুঝতে পারবেননা এটা কার্ড নাকি একটি ল্যাপটপ।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর