গুরুগাঁওয়ে মুসলিমরা যেখানে নামাজ পড়েছিল, সেখানেই ভলিবল কোর্ট করার উদ্যোগ নিল হিন্দুত্ববাদীরা

বাংলাহান্ট ডেস্কঃ নামাজ পড়া নিয়ে বিতর্কের জেরে ফের সংবাদ শিরোনামে উঠে এল হরিয়ানার (Haryana) গুরগাঁওয় (Gurgaon)। অভিযোগ উঠেছে, মসজিদে নামাজ পড়ার বিরুদ্ধে রয়েছে ওই এলাকার হিন্দুত্ববাদী সংগঠন। ওই স্থান তাঁরা দখল করে রেখেছে।

ঝামেলার সূত্রপাত ১২এ সেক্টর এলাকায়। ওই এলাকায় মসজিদে নামাজ পড়া নিয়ে শুরু হয় অশান্তি। অভিযোগ উঠেছে, মুসলিমদের নামাজ পড়ার স্থান দখল করে বসে আছে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। কারণ সেই স্থানে তাঁরা মুসলিম সম্প্রদায়কে প্রার্থনা করতে দিতে ইচ্ছুক নয়। সেখানে তাঁরা ভলিবল কোর্ট তৈরি করবে।

Namaz 1 2

এই ঘটনার বিষয়ে বিক্ষোভকারীরা জানিয়েছেন, ‘এখানে শান্তিপূর্ণভাবেই বসে রয়েছি আমরা। তবে এখানে আমরা খেলতে চাই, প্রার্থনা করতে দেব না আমরা। নেট টাঙিয়ে ভলিবল কোর্ট তৈরি করব আমরা। আর এখানে বাচ্চারা খেলবে’।

তবে এই ধরনের ঘটনা প্রথমবার নয়। কিছুদিন আগেই গুরগাঁওয়ের ওই অঞ্চলের আশপাশে, এমনকি সেক্টর ১২এ অঞ্চলেও নামাজ পড়ার সময় সমস্যা তৈরি হয়। মুসলিম সম্প্রদায়ের লোকজন সেখানে নামাজ পড়া বন্ধ করে দেয়। তাঁরা জানিয়েছে, যতদিন না পর্যন্ত এখানে হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সমস্যা মিটছে না, ততদিন আমরা এখানে কোনরকম প্রার্থনা করব না। আমাদের এক সপ্তাহ সময় দিয়েছেন ডিসি সাহেব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর