সাবধান! মোবাইলে নীল ছবি দেখলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিশ!

বাংলা হান্ট ডেস্কঃ অনলাইনে নীল ছবি দেখা মানুষের উপর নজর রাখতে উত্তর প্রদেশের পুলিশ এখন জনতার ইন্টারনেট সার্চ ডেটায় নজর রাখছে। যদি কোনও ব্যক্তি ইন্টারনেটে অশ্লীল সামগ্রী সার্চ করে, তাহলে উত্তর প্রদেশ পুলিশের উইমেন পাওয়ার লাইন ১০৯০ অ্যালার্ট যাবে।

১০৯০ এর অ্যালার্ট যাওয়ার পর পুলিশের টিম মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোখার জন্য অনলাইনে নীল ছবি সার্চ করা ব্যক্তির বাড়ি পৌঁছে যাবে। এই পরিযোজনা প্রথমে ৬ টি জেলার লাগু করা হয়েছে, সেখান থেকে ভালো প্রতিক্রিয়াও মিলছে বলে জানায় পুলিশ।

অতিরিক্ত মহানির্দেশক (এডিজি) নিরা রাওয়াত বলেন, ইন্টারনেটের বর্ধিত ব্যবহারকে মাথায় রেখে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোখার জন্য পাওয়ারলাইন ১০৯০ সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যাবে। তিনি বলেন, ডেটা ব্যবহার করে ইন্টারনেটে কি খোঁজা হচ্ছে, সেটা দেখার জন্য একটি কোম্পানিকে কাজে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মূলত এটি ইন্টারনেটের বিশ্লেষণ অধ্যয়নের জন্য, কেউ যদি পর্ন দেখে তবে বিশ্লেষণকারী দল তথ্য পেয়ে যাবে।”

ইন্টারনেটে নীল ছবি খুঁজলে একটি অ্যালার্ট ম্যাসেজ পাওয়া যাবে, আর সঙ্গে সঙ্গে সেই সূচনা পুলিশকে দেওয়া হবে। তিনি বলেন, ‘এরপর ইন্টারনেট ডেটা টিম ১০৯০ এর টিমকে সূচনা দেবে। টিম ওই ব্যক্তিকে সচেতনতা বার্তা পাঠাবে।” তিনি বলেন, একটি পরিসংখ্যান অনুযায়ী, উত্তর প্রদেশে প্রায় ১ কোটি ১৬ লক্ষ্য ইন্টারনেট ব্যবহারকারী আছে।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর