ধোনির নাম লেখা ব্যাট দিয়ে গুজরাটের কবর খুঁড়লেন ইউপি ওয়ারিয়র্সের ক্যিরান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচ হারলো গুজরাট জায়ান্টস। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের আজ প্রথমবারের জন্য মহিলা আইপিএলের মঞ্চে মাঠে নামা ইউপি ওয়ারিয়র্সদের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানতে বাধ্য হলো আদানির দল।

আজ গুজরাটের দলে ছিল কয়েকটা পরিবর্তন। বাদ পড়েছিলেন ইয়াস্তিকা ভাটিয়া। চোটের জন্য ছিলেন না নিয়মিত অধিনায়ক বেথ মুনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন স্নেহ রানা। তিনি টসে জিতে গত ম্যাচে মুম্বাইয়ের কাছে হার থেকে শিক্ষা নিয়ে আজ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

গুজরাটের হয়ে আজ প্রশংসনীয় ব্যাটিং করেন হার্লিন দেওল। ৩২ বলে ৭টি বাউন্ডারি সহযোগে ৪৬ রান করেন তিনি। এরপর অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার এবং দয়ালান হেমলতা শেষদিকে আগ্রাসী ব্যাট করে দলের স্কোরকে ১৬৯ অবধি নিয়ে যান। ইউপিএর হয়ে ভালো বোলিং করে ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও সোফি একেলস্টোন।

এরপর রান তাড়া করতে নেমে অ্যাশলে হিলি ও শ্বেতা শেরাওয়াতকে দ্রুত হারালেও ব্যাটে ধোনির নাম লিখে ব্যাটিং করতে নামা কিরণ নভগিরে পরিস্থিতি সামলে নেন ৫৩ রানের একটি দুরন্ত ইনিংস খেলে। তাও ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছিল ইউপির। কারণ ছিল টপ অর্ডারের স্লো ব্যাটিং।

শেষ ৪ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান। কিন্তু এরপর পরিস্থিতি বদলে দেন একেলস্টোন ও গ্রেস হ্যারিসের জুটি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। কিন্তু গ্রেস হ্যারিস অসাধারণ ব্যাটিং করেন অ্যানাবেল সাদারল্যান্ডের বিরুদ্ধে এবং ১টি বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন। গুজরাটের হয়ে ৫ উইকেট নিয়েও ম্যাচ জেতাতে ব্যর্থ হন কিম্বারলি গার্থ। ৫৯ রানে অপরাজিত থাকেন হ্যারিস। ২২ রানে অপরাজিত থাকেন একেলস্টোন।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর