ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব! কবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ ইয়াসের ভয়ঙ্কর স্মৃতি কাটতে না কাটতেই ফের একবার তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে দ্রুত শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ। সম্ভবত রবিবার তা মারাত্মক ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে। আগেই জানা গিয়েছিল নতুন এই ঘূর্ণিঝড়ের নাম রাখতে চলেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের নামাঙ্কিত গুলাবের আশঙ্কায় রীতিমতো আশঙ্কিত ভারত। যদিও আবহাওয়াবিদদের মতে এবার সম্ভবত রেহাই পেতে পারে বাংলা। তবে প্রবল ঝড় বৃষ্টির কারণে ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে যথেষ্ট।

জানা গিয়েছে রবিবার বিকেলে ‘গুলাব’ প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ওড়িশা-অন্ধ্র উপকূলে। বাংলা ঝড়ের হাত থেকে রেহাই পেলেও সারাদিনই চলবে বৃষ্টি। উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ জুড়ে এই টানা বৃষ্টির জেরে সমুদ্রের জল স্তর বাড়ার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই। উত্তাল সমুদ্রে যেতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ মোট নটি জেলায়। ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। উপকূলবর্তী এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, গুলাবের প্রভাবে রবিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে। এছাড়া কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

todays Weather report 22 nd september of west Bengal

কবে ইয়াসের থেকে এর গতি কিছুটা কম হবে বলেই অনুমান আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি হতে পারে প্রতি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ  একাধিক জেলায়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর