উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে তারিখ-বিভ্রাট! চাপের মুখে ভুল স্বীকার SSC চেয়ারম্যানের

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক টেট (Primary Tet) থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission), একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। এই পরিস্থিতিতে এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তিকে ঘিরে শুরু হল বিতর্ক। নেপথ্যে তারিখ বিভ্রাট।

   

উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের স্বার্থে পরীক্ষা নেওয়া হলেও পরবর্তীতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে আদালতে চলছে মামলাটি।

পরবর্তীতে হাইকোর্টের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে গিয়েই সৃষ্টি হল নয়া বিতর্কের। গতকাল এসএসসির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে জানানো হয়েছে, “আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শিক্ষক নিয়োগ শুরু হতে চলেছে। তার জন্য ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে।” তবে এক্ষেত্রে পার্সোনালিটি টেস্টের জন্য ‘ইন্টিমেশন লেটার’ ডাউনলোডের জন্য যে তারিখ উল্লেখ করা হয়, সেটিতে বিভ্রাটের জন্য বিস্তর জল্পনার সৃষ্টি হয়।

অবশেষে এদিন এসএসসির ভুলের কথা স্বীকার করে নিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী পার্সোনাল টেস্টের জন্য যে intimation letter download করতে হয়, তার তারিখ উল্লেখ করা হয়েছিল ১৪ ই সেপ্টেম্বর, ২০২২। এক্ষেত্রে ৩০ শে সেপ্টেম্বর প্রকাশ করা বিজ্ঞপ্তিতে ১৬ দিন আগের এক তারিখ কেন উল্লেখ করা হলো, তা নিয়ে বিস্তার জল্পনার সৃষ্টি হয়।

অবশ্য এদিন নিজেদের ভুল শুধরে নিয়ে সিদ্ধার্থবাবু জানান, “আসলে তারিখ হওয়া উচিত ছিল ১৪ ই অক্টোবর, ২০২২। আদালতে নির্দেশে দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের পক্ষ থেকে এই ভুলটি হয়েছে।” অর্থাৎ এসএসসির ঘোষনা অনুযায়ী, আগামী ১৪ ই অক্টোবর উক্ত লেটার ডাউনলোড করতে পারবেন সকল পরীক্ষার্থীরা। এ বছর মোট ১৫৮৫ জন পরীক্ষার্থী পার্সোনালিটি টেস্টে বসতে চলেছেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর