কর্মসংস্থানে নয়া উদ্যোগ মমতা সরকারের, ১০ কোটি টাকা পর্যন্ত অনুদান দেবে রাজ্য

বাংলাহান্ট ডেস্কঃ মমতা ব্যানার্জির (mamata banerjee) নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই রাজ্যে শিল্প নেই বলে বার বার অভিযোগ করে এসেছে বিরোধীরা। এবার ব্যাক্তিগত শিল্পতালুক (industrial park) তৈরিতে উৎসাহ দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে সংশ্লিষ্ট সংস্থাকে ২ থেকে ১০ কোটি টাকা অনুদান দেবে রাজ্য। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়।

মমতা ব্যানার্জী/ Mamata Banerjee

মমতা ব্যানার্জির নির্দেশে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, ২০১৪ সালে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগে উৎসাহ বৃদ্ধির জন্য যে ইন্সেন্টিভ পলিসি নিয়েছিল রাজ্য তা আবার পুনর্নবীকরন করা হল। তিনি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আগের পলিসির মেয়াদ শেষ হয়েছে৷ পুনর্নবীকৃত পলিসিটি থাকছে আগামী ৫ বছরের জন্য।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২০ থেকে ৩৯ একর পর্যন্ত জমির মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পতালুক তৈরিতে রাজ্য দেবে ২ কোটি টাকা অনুদান। জমির পরিমান ৪০ থেকে ৫৯ একর হলে পাওয়া যাবে ৪ কোটি টাকা। ৬০ থেকে ৭৯ একর পর্যন্ত এই পরিমান ৬ কোটি টাকা।

৮০ থেকে ৯৯ একর পর্যন্ত জমিতে যারা শিল্প তালুক গড়বেন তারা অনুদান পাবেন ৮ কোটি টাকা। ১০০ একর এর বেশী জমিতে এই শিল্পতালুক গড়লে পাওয়া যাবে ১০ কোটি টাকা।

এছাড়া ঐ শিল্পতালুকে রাজ্য সরকার একটি বিদ্যুতের সাবস্টেশনও গড়ে দেবে৷ যদিও তার জন্য জমি দিতে হবে সংস্থাকেই। এছাড়া প্রধান সড়কের সাথে যোগাযোগের জন্য দেড় কিলোমিটার পর্যন্ত পাকা রাস্তাও বানিয়ে দেবে সরকার। এছাড়াও ঐ এলাকায় কমন এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সি ই টি পি) তৈরির ক্ষেত্রে ৫ লক্ষ টাকা দেবে রাজ্য।

রাজ্য সরকার জানিয়েছে, ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় ১৩০০ একর জমিতে এধরনের ১৪ টি শিল্প তালুক গড়ে উঠেছে। ভবিষ্যতে এই সংখ্যা ১০০ পর্যন্ত নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে রাজ্য। তার জন্যই এই অনুদান দেওয়া হবে রাজ্যের তরফে।

 

সম্পর্কিত খবর