বদলে যেতে পারে ভারতের ভবিষ্যত, পাওয়া গেল ইউরেনিয়ামের বিশাল খনিজ ভাণ্ডার

প্রায় ১ মাস আগে খবর সামনে এসেছিল যে কর্ণাটকে ভারত সরকার লিথিয়ামের বড়ো ভান্ডারের খোঁজ পেয়েছে। এই খবর সামনে আসতেই দেশজুড়ে খুশির হওয়া বইতে শুরু করেছিল। এর কারণ লিথিয়াম ব্যাটারি তৈরির জন্য ব্যাবহৃত হয়। ভারত এই সমস্ত ব্যাটারি চীন থেকে আমদানি করে।

এখন এই ধরনের আরো এক খবর সামনে এসেছে যা ভারত সরকারকে বড়ো স্বস্তি দেবে। আসলে হিমাচলপ্রদেশের কিছু এলাকায় ইউরেনিয়ামের নতুন ভান্ডার পাওয়া গেছে। সিমলার কাসাকালারি ও মান্ডি জেলার তিলেলি এলাকায় ইউরেনিয়ামর খোঁজ পাওয়া গেছে। কাসকালারিতে ২০০ টন এবং তিলেলি জেলায় ২২০ টন ট্রাই ইউরেনিয়াম অক্সকসাইড পাওয়া গেছে।

Uranium

জানিয়ে দি, ইউরেনিয়াম খনিজের খোঁজ পাওয়া যে কোনো দেশের জন্য বড়ো বিষয়। এর মূল কারণ ইউরেনিয়ামের ব্যাবহার নিউক্লিয়ার অস্ত্র তৈরির জন্য ব্যাবহৃত হয়। বর্তমান সময়ে নিউক্লিয়ার সাবমেরিনগুলিকে পাওয়ার করার জন্যেও ইউরেনিয়ামের প্রয়োজন হয়। যার সাহায্য সাবমেরিন লাগাতার অনেক মাস ধরে জলের নীচে থাকতে পারে। এছাড়া এয়ার ক্র্যাফট ক্যারিয়ার, আইস ব্রেকার আজকের দিনে নিউক্লিয়ার পাওয়ার্ড। যেখানে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যাবহার করা হয়।

ইউরেনিয়ামের আইসোটোপ নিউক্লিয়ার রিয়েক্টরে পাওয়ার জেনেরট হিসেবে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে ব্যাবহৃত হয়। যা যে কোনো দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি মেডিকেল ফিল্ডেও ইউরেনিয়ামের গুরুত্বপূর্ণ অনেক বেড়েছে। ইউরেনিয়ামের আইসোটোপ রেডিয়া থেরাপি ও গামা স্টেরোলাইজেশনের জন্য ব্যবহৃত হয়। ভারত নিজের প্রয়োজনে ব্যাবহৃত ইউরেনিয়ামের একটা বড়ো অংশ অন্য দেশ থেকে আমদানি করে। এই পরিপেক্ষিতে ভারত দেশে বর্তমান ও ভবিষ্যতের জন্য ইউরেনিয়ামের ভান্ডার খুবই গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর