ভারতের সাহায্যের নামে জোটানো কোটি কোটি টাকা দিয়ে জঙ্গিদের ফান্ডিং? পাক NGO-র কুকীর্তি ফাঁস

বাংলা হান্ট ডেস্কঃ করোনা সংকটের মধ্যে আমেরিকায় পাকিস্তানি চ্যারিটি সংগঠন করোনার সংকটের মোকাবিলার জন্য ভারতে আর্থিক সাহায্যের নামে কয়েক কোটি ডলার জুটিয়েছে। যদিও, একটি রিপোর্টে বলা হয়েছে যে, ওই টাকাগুলো জঙ্গি গতিবিধি সঞ্চালন আর সরকার বিরোধী প্রদর্শনে ব্যবহার করার আশঙ্কা জারি করা হয়েছে। ‘DisinfoLab” তাঁদের রিপোর্টে দাবি করেছে যে, করোনার আড়ালে পাকিস্তানের সঙ্গে যুক্ত চ্যারিটি সংগঠন মানব ইতিহাসের সবথেকে বড় দুর্নীতির মধ্যে একটি করে ফেলল। তাঁরা ‘হেল্প ইন্ডিয়া ব্রিথ” অভিযান চালিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ভেন্টিলেটর, চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন, টিকা সমেত অন্যান্য সামগ্রী পাঠানোর আর্থিক অনুদানের আবেদন জানিয়েছিল।

ভারতের কঠিন সময়ে সবাই নিজের মতো করে সাহায্য করেছে। কিন্তু যারা ভারতের সাহায্যের জন্য মন খুলে দান করেছে, তাঁদের দান জলে যাচ্ছে বলে জানিয়েছে DisinfoLab। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতে ত্রাণ পাঠানোর জন্য সংগ্রহ করা অর্থ ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে ওই পাকিস্তানি স্বেচ্ছাসেবী সংগঠন। রিপোর্টে দাবি করা হয়েছে যে, দানের টাকা পাকিস্তানি সেনা আর জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ভারত সরকারের বিরুদ্ধে প্রদর্শনের জন্যও ওই টাকার ব্যবহার করার আশঙ্কা জাহির করা হয়েছে রিপোর্টে।

DisinfoLab অনুযায়ী, ভারতের সাহায্যের নামে অর্থ সংগ্রহ করা অভিযানে ‘ইমানা” নামের এক ইসলামিক মেডিক্যাল অ্যাসোসিয়েশানও যুক্ত ছিল। তাঁরা ২৭ এপ্রিল ইনস্টাগ্রামে একটি অভিযান শুরু করে। প্রথমে ওই অভিযানের মাধ্যমে ১.৮ কোটি ডলার সংগ্রহ করার লক্ষ্য রাখা হয়েছিল। কিন্তু পরে তাঁরা কত টাকা জোটাতে সক্ষম হয়েছে সেটা জানায় নি, আর সেই টাকা কোথায় খরচ করা হয়েছে সেটাও জানায় নি। এই অভিযানের সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনগুলোও তাই করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এটি মানব ইতিহাসে সবথেকে অমানবিয় দুর্নীতির মধ্যে একটি। রিপোর্টে বলা হয়েছে যে, ভারতের সাহায্যের জন্য আর্থিক অনুদান চাওয়া ইমানা আমেরিকা ইলিনোইসে কার্যরত। এই সংগঠন ১৯৬৭ সালে গড়া হয়েছিল। ডঃ ইসমাইল মেহর ইমানা এই সংগঠনের সভাপতি। কিন্তু এই সংগঠনের কোনও কার্যালয় আর ব্র্যান্ড নেই। আর এই কারণে আধিকারিক ভাবে এদের চাঁদা জোগাড় করা থেকে আটকানো যায়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর