পাকিস্তান সীমায় তালিবানদের ওপর এয়ারস্ট্রাইক চালাল আমেরিকা, মুখ বুজে সহ্য করল ইমরান খান

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত স্পিন বোল্ডাক (spin boldak) এলাকা কিছুদিন আগেই দখল করেছিল তালিবানরা (taliban)। এখন ওই এলাকায় যখন আফগান বিমান বাহিনী বিমান হামলা চালাচ্ছে, সেই সময় পাকিস্তান তাঁদের পাল্টা সতর্কবার্তা দিচ্ছে। কিন্তু আমেরিকা যখন বিমান হামলা করচ্ছে, তখন কিন্তু পাকিস্তান কোন প্রতিবাদ করছে না, চুপচাপ মুখ বুজে মার্কিন হামলা সহ্য করছে পাক সরকার ইমরান খান।

শুক্রবার মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় একটি তালিবানি ট্যাঙ্ককে আঘাত করে। যার ফলে ৮ জন তালিবান জঙ্গী মারা গিয়েছে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে, তালিবানদের এই ট্যাঙ্ক, সোভিয়েত ইউনিয়নের যুগের। যা তাঁরা পরবর্তীতে কিছু পরিবর্তন করে নিজেদের কাজে ব্যবহার করছে।

সূত্রের খবর, তালিবানদের লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিতে, কান্দাহার বিমানবন্দরে ক্যাম্প করেছে মার্কিন বিমান বাহিনী। আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে, সেখান থেকেই বিমান হামলা করছে মার্কিন সেনা। এমনকি তাঁরা জানিয়েছে, কান্দাহার শহরের রক্ষার্থে প্রয়োজনে B52 বিমান ব্যবহার করতেও প্রস্তুত মার্কিন বিমান বাহিনী।

এই B52 আমেরিকার সবচেয়ে মারাত্মক বোমারু বিমান। এই বিমান যে কোন জায়গায় পারমাণবিক বোমার আঘাত আনতে সক্ষম। একবার আকাশে উড়েই, যে কোন দূরত্বে বড় কোন শহরকে এক নিমেষে ধূলিস্মাৎ করতে সক্ষম এই যুদ্ধ বিমান। তবে মার্কিন বাহিনীর দিক থেকে আগত এই চতুর্থ হামলা মুখ বুজেই সহ্য করে নিচ্ছে পাক সরকার, কোনরূপ মন্তব্য বা পাল্টা আঘাত করতে দেখা যায়নি এখনও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর