ঋতুমতী অবস্থায় সরস্বতী পুজো করা সাহসী ঊষসী এখন করোনা রোগীদের দেবদূত, পৌঁছে দিচ্ছে অক্সিজেন

বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই ঋতুমতী অবস্থায় সরস্বতী পুজো করে সংবাদ শিরোনামে উঠেছিলেন রায়গঞ্জের ঊষসী চক্রবর্তী (ushasi chakraborty)। সমাজের অদৃশ্য বেড়াজাল ভেঙ্গে, বাঁধা নিষেধের গণ্ডি টপকে একধাপ এগিয়ে গেলেও, সমাজ তাঁকে একদিকে যেমন নানাভাবে আক্রমণ করেছে, ঠিক তেমনই অন্যদিকে প্রশংসিতও হয়েছিলেন ঊষসী। আজকের দিনে সেই ঊষসীই পাশে দাঁড়ালেন এক করোনা সংক্রমিতের।

   

স্যোশাল মিডিয়ায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির করা একটি পোস্ট দেখে মাঝ রাতেই বেরিয়ে পড়লেন করোনা আক্রান্তের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে। ভোর ৪ টে নাগাদ অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে গেলেন দমদম নাগেরবাজারে সেই করোনা রোগীর বাড়িতে। অক্সিজেন পেয়ে কিছুটা সুস্থও বোধ করলেন সেই রোগী।

ঊষসীর এই কাজে অভিভূত হয়ে সমাজকর্মী প্রবীর মন্ডল জানিয়েছেন, ‘এই মহামারির সময়ে ঊষসীর কাজকে আমি কুর্নিশ জানাই। এই দুঃসময়েও ওর এই কাজ সমাজকে নিশ্চয়ই জীব সেবার আলোতে আলোকিত করবে বলে মনে করি’।

এই ঘটনার বিষয়ে ঊষসী জানান, ‘সরস্বতী পুজোর সময় স্যোশাল মিডিয়ায় করা পোস্টের পর থেকে আমার প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছিল। এরপরই রায়গঞ্জে আমাদের এক পরিবারের একজন করোনা আক্রান্ত হন। তখন আমরা সেখানে তাঁর সেবা করতে গিয়ে আমি নিজেও করোনা আক্রান্ত হই। তবে ভয় না পেয়ে একা আইশোলেশনে থাকতে শুরু করি’।

ঊষসী আরও জানান, ‘এরপর সুস্থ হয়ে আমরা কলকাতায় ফিরি। এই মহামারির পরিস্থিতিতে গতকাল রাত আড়াই টের সময় স্যোশাল মিডিয়ায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির একটি পোষ্ট দেখে নিজেকে আর গৃহবন্দী করে রাখতে পারিনি। স্যোশাল মিডিয়া থেকে করোনা রোগীর ছেলের নম্বর নিয়ে ভোর ৪ টে নাগাদ ভবানীপুর থেকে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে কুন্তল আর আমি পৌঁছে দিই দমদম নাগেরবাজারের করোনা সংক্রমিত রোগীর বাড়িতে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর