মহানগরীর বুকে ভয়ংকর ঘটনার সাক্ষী ঊষসী সেনগুপ্ত, বিচার পেতে গঠন হল তদন্ত কমিটি

 

বাংলা হান্ট ডেস্ক : অভিনেত্রী ঊষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুলিশ।রাতের কলকাতায় মিস ইন্ডিয়া (২০১০) ঊষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় উঠেছে পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ। এবার আরও একবার প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা।ঘটনার সময়ে দুই থানার টানাপড়েনের মাঝে পড়ে প্রচণ্ড হয়রানির শিকার হন ঊষসী। সেই অভিযোগের কারণে এদিন তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুলিশ ডিসি সাউথে নেতৃত্বে।

 

ঊষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে চারুমার্কেট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কঠিন ধারায় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তদন্তের জন্য এদিন ধৃতদের ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের তরফে। সরকারি আইজীবী আদালতে জানান ধৃতদের জামিন দেওয়া হলে সমাজে ভুল বার্তা যাবা। সরকারি আইনজীবী জামিনের বিরোধীতা করে বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য অধরা অভিযুক্তদের সন্ধান করা হবে।

05c04 img 20190619 wa0015 1

 

 

প্রসঙ্গত পাশাপাশি ঘটনায় যুক্ত একটি মাত্র স্কুটি বাজেয়াপ্ত হয়েছে, বাকি গাড়ি গুলির সন্ধান চলছে। সব শুনে ধৃত সাত জনকে ২১ জুন পর্যন্ত ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অপরদিকে এই ঘটনায় ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে ঊষসী সেনগুপ্ত ও অ্যাপক্যাব চালকের বয়ান। পাশাপাশি ধৃতদের সনাক্তকরণের জন্য টিআই প্যারেডেরও দাবি করা হয়েছে।এবং পাশাপাশি রাতের কলকাতায় সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে।

সম্পর্কিত খবর