সুস্বাদু ফল হওয়ার পাশাপাশি আমের রয়েছে বহু গুণ, ম্যাঙ্গো ফেসপ্যাক ব্যবহারেই ফিরবে মুখের জেল্লা

বাংলাহান্ট ডেস্কঃ বয়সের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের মুখের ঔজ্বল্যও কমতে থাকে। ভাঁজ হতে থাকে চামড়া, ত্বকে নানা রিঙ্কেল দেখা দেয়, অনেকের তো আবার ছিট ছিট দাগও ভরে যায়। কিন্তু এসবের থেকে কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না? আপনার বয়স বৃদ্ধির আগেই, আপনার ত্বকের বয়স বেড়ে যাচ্ছে?

চিন্তার কোন কারণ নেই, ঘরোয়া এই পদ্ধতিতেই আপনি পেয়ে যাবেন সেলেবদের ন্যায় সুন্দর ত্বক। বেশি খরচ নয়, ঘরোয়া সামান্য কিছু উপাদানেই পাবেন সুন্দর জেল্লাদার ত্বক। দেখে নিন-

প্রথমে একটি আম নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর সেটিকে একটি পাত্রে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর মিক্সিতে ওই কিছুটা আমের টুকরো, ৫০ গ্রাম ওটস এবং সামান্য দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। পার্থক্য বুঝবেন।

আম দিয়েই রয়েছে আরও একটি পদ্ধতি। যেখানে কিছুটা টুকরো করা আমের সঙ্গে কয়েক চামচ মুলতানি মাটি, দই, ২-৩ চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে ১৫ মিনিট মুখে মেখে ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর