টাইমলাইনখেলাক্রিকেটIPL

২০২২ IPL-এ চুটিয়ে খেলছিলেন, ২০২৩ IPL-এ মাঠ ছেড়ে ধারাভাষ্যে যোগ দিচ্ছেন এই ক্রিকেটাররা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০১৭ মরশুমের পর প্রথমবারের মতো, দুটি ভিন্ন সম্প্রচারকারী সংস্থা আসন্ন বছরের আইপিএল (Indian Premier League) সম্প্রচার করবে। ২০১৭ সালে শেষবার সনি পিকচার্স স্পোর্টস (Sony Network) নেটওয়ার্ক ইভেন্টটির ডিজিটাল সম্প্রচার করেছিল। কিন্তু তখন লাইভ স্ট্রিমিং হত স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network) আওতায় থাকা হটস্টারে (Hotstar)। এখন, আইপিএল ২০২৩ থেকে মিলিয়ন ডলার লিগটির টিভি স্বত্ব স্টার স্পোর্টসের কাছে রয়েছে, যেখানে লাইভ স্ট্রিমিং শুধুমাত্র ভায়াকমের (Viacom) আওতায় থাকা জিও সিনেমাতে (Jio Cinema) উপলব্ধ হবে।

এখন সম্প্রচারের দায়িত্বে থাকা দুটি ভিন্ন সংস্থাই তাদের কভারেজের জন্য বিশেষজ্ঞদের একটি আলাদা করে প্যানেল তৈরি করেছে। জিও সিনেমা তাদের অনুষ্ঠানের জন্য ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, সুরেশ রায়নার মতো কিছু তারকা আইপিএল কিংবদন্তীকে নিয়োগ করেছে। অন্যদিকে, স্টার স্পোর্টস তাদের পুরোনো ও অভিজ্ঞ ধারাভাষ্যকার আকাশ চোপড়া এবং ইরফান পাঠানকে ধরে রেখেছে।

এবারে আরও কিছু ধারাভাষ্যকারের প্রয়োজন হয়ে পড়েছে উভয় সংস্থার। তাই তাদের প্যানেলে কিছু নতুন মুখও দেখা যাবে। এমনকি আইপিএল ২০২২-এ মাঠে নামা দুজন খেলোয়াড়কেও আইপিএল ২০২৩-এর ধারাভাষ্যের কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

Indian Premier League,Sony Network,Star Sports Network,Hotstar,Jio Cinema,Robin Uthappa,Aaron Finch,IPL 2023,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

এই তালিকায় প্রথম প্রাক্তন ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। আইপিএল ২০২৩-এত সম্প্রচারের জন্য জিও সিনেমার বিশেষজ্ঞদের গ্রুপে যোগ দিয়েছেন তিনি। উথাপ্পা গতবছর চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আইপিএল খেলেছিলেন। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে তিনি হয়তো ২০২৩-এ সিএসকের সাথে যুক্ত থাকবেন। কিন্তু তেমনটা হয়নি।

Indian Premier League,Sony Network,Star Sports Network,Hotstar,Jio Cinema,Robin Uthappa,Aaron Finch,IPL 2023,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

উথাপ্পা জিও সিনেমায় যোগ দিলেও স্টার স্পোর্টস আগে তাদের বিশেষজ্ঞদের গ্রুপে ৯ আইপিএল দলের হয়ে খেলা অজি তারকা অ্যারন ফিঞ্চকে (Aaron Finch) ধারাভাষ্যর কাজে নিয়োগ করেছে। আইপিএলে তিনি দিল্লি, পাঞ্জাব কিংস, গুজরাট লায়ন্স, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স এবং গতবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলেছেন।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker