সৃজিতের অসাধ‍্য সাধন, নাতি গৌরব চ‍্যাটার্জির সঙ্গে এক ছবিতে অভিনয় করবেন মহানায়ক উত্তম কুমার!

বাংলাহান্ট ডেস্ক: এতদিন যা আপাতদৃষ্টিতে অসম্ভব লাগত সেটাই এবার সম্ভব করে তোলার দায়িত্ব নিলেন পরিচালক সৃজিত মুখার্জি (srijit mukherjee)। দীর্ঘদিন পর সৃজিতের হাত ধরেই ফের ছবিতে ফিরতে চলেছেন বাঙালির আবেগ, মহানায়ক উত্তম কুমার (uttam kumar)। নিজের নাতি অভিনেতা গৌরব চ‍্যাটার্জির (gourab chatterjee) সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি।

কি ভাবছেন এ অসম্ভব? এতদিন পর্যন্ত এমনটা ভাবতেও পারেনি কেউ। সেই ১৯৮০ সালে ছবির শুটিং করতে করতেই অকালমৃত‍্যু হয় মহানায়কের। যে ছাপ তিনি বাংলা ছবির জগতে রেখে গিয়েছেন তা এখনো অমলিন হয়ে রয়েছে। উত্তম কুমারের অভাব কোনোদিনই পূরণ হবার নয়।

srijitmukherji 1200 1
অবশেষে এতদিন পর ফের বড়পর্দায় দেখা যেতে চলেছে উত্তম ম‍্যাজিক। তাও আবার সৃজিত মুখার্জির কল‍্যাণে। কিন্তু এমনটা কি আদৌ সম্ভব? পরিচালকের কথায়, ভিএফএক্সের দৌলতে অবশ‍্যই সম্ভব। তবে প্রচুর নিখুঁত ভিএফএক্সের কাজ তাঁকে করতে হয়েছে বলে জানান সৃজিত। প্রতি মুহূর্তে কষতে হয়েছে অঙ্ক। তবে চ‍্যালেঞ্জটা নিতে পিছুপা হননি সৃজিত।

উত্তম কুমারের দুই অনুরাগীকে নিয়ে ছবির গল্প। একজনের ব‍্যর্থ প্রেম নিয়ে তাদের মধ‍্যে কথোপকথন হয়। তখনি ঠিক হয় প্ল‍্যানচেটের স্বয়ং মহানায়ককে ডেকে এনেই তাঁর কাছে সাহায‍্য চাওয়া হবে। আসতে রাজিও হয়ে যান উত্তম কুমার। তবে সাদা কালো দুনিয়ার মানুষ হিসাবেই তিনি আসবেন এ জগতে।

এই একটি ছবির জন‍্য উত্তম কুমারের ৭৭টি ছবি আবার দেখেছেন সৃজিত। তার মধ‍্যে থেকে ৫৪টি ছবির দৃশ‍্য বেছে নিয়েছেন তিনি। নিজের পুরনো ছবি থেকেই ভিএফএক্সের মাধ‍্যমে তৈরি হবে উত্তম কুমারের হাঁটাচলা, অভিব‍্যক্তি, কথাবার্তা সবটাই। ছবিতে অভিনয় করছেন গৌরব চ‍্যাটার্জি, রোশনি ভট্টাচার্য, লাবনী সরকার, অনিন্দ‍্য সেনগুপ্ত, শুভাশিষ মুখার্জি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর