মানুষের সুবিধার্থে নজিরবিহীন সিদ্ধান্ত, বিহারের সঙ্গে ৭টি গ্রাম অদলবদল করবে উত্তর প্রদেশ

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বেই বিহারের (bihar) সঙ্গে সীমান্ত বিরোধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের (uttar pradesh) যোগী আদিত্যনাথ (yogi adityanath) সরকার। সিদ্ধান্ত নিয়েছে, বিহার সংলগ্ন সাতটি গ্রাম অদলবদল করার। ইউপি এবং বিহার সংলগ্ন প্রশাসনিক প্যাঁচের কারণে উন্নয়ন থমকে যাওয়া গ্রামগুলোকে এবার ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কুশিনগর জেলার সাতটি গ্রাম বাগাহা জেলার অধীনে বিহারে স্থানান্তরিত করা হবে। আর অন্যদিকে বাগাহারের সাতটি গ্রাম উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে। এভাবেই ৭ টি গ্রামের অদল বদল করা হবে।

yogi adityanath 17

এই বিষয়ে সহমত হয়েছে উভয় রাজ্যের সরকারই এবং তাঁরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবে বলেও জানিয়েছে। আর সরকারের অনুমদন পেলেই, তাঁরা এই কাজ শুরু করে দেবে। যাতে করে অনেক সুযোগ সুবিধা পাবেন উভয় রাজ্যের জনগণ।

জানা গিয়েছে, ডিএম কুন্দন কুমারকে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিরহুত বিভাগের কমিশনার। তিনি চিঠিতে জানিয়েছেন, গন্ডকের ওপারে পিপ্রাসি ব্লকের বাইরি থান, মাঝরিয়া, মাঝরিয়া খাস, শ্রীপতনগর, নাইনহা, ভাইসাহী এবং কটকি গ্রামে গ্রামবাসীদের যাওয়ার জন্য উত্তরপ্রদেশ হয়ে যাতায়াতের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যদিকে কুশিনগর জেলার মারছাওয়া, নরসিংহপুর, শিবপুর, বালগোবিন্দ, বসন্তপুর, হরিহরপুর ও নারাইনপুর গ্রামে যাওয়ার জন্য নেপাল এবং বিহারের সীমান্ত দিয়ে যেতে হয়। অতিরিক্ত ২৫ থেকে ৩০ কিমি দূরত্ব অতিক্রম করতে হয়।

সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের ফলে এইসকল গ্রামগুলোর মধ্যে চলতে থাকা দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা, সহজ হবে চাষাবাদও। সেইসঙ্গে উন্নত হবে গ্রামবাসীদের জীবনযাত্রাও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর