দিল্লীতে চলল যোগীর বুলডোজার, রোহিঙ্গা ক্যাম্প ভেঙে খালি করানো হল ১৫০ কোটির জমি

বাংলা হান্ট ডেস্কঃ রাজধানী দিল্লীর মদনপুর খাদর এলাকায় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার বড়সড় অ্যাকশন নিয়েছে। বৃহস্পতিবার সেখানে যোগী সরকারের জমিতে হওয়া অবৈধ কবজা তুলে দেওয়া হয়েছে। সেচ বিভাগের জমিতে অবৈধ ভাবে রোহিঙ্গা ক্যাম্প (Rohingya Camp) বানানো হয়েছিল, যেটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

   

মদনপুর খাদর এলাকায় সকাল ৪টে থেকে বুলডোজার চালিয়ে অ্যাকশন নেওয়া হয়। সেখানে প্রায় ৫.২১ একর জমিতে রোহিঙ্গারা অবৈধ কবজা করে ক্যাম্প বানিয়ে রেখেছিল। এখন সেটিকে দখল মুক্ত করা হয়েছে। ওই জমির আনুমানিক বাজার মূল্য ১৫০ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশের যোগী সরকার লাগাতার রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে চলছে। বিগত কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে যোগী সরকার। বলে দিই, রাজধানী দিল্লীতে উত্তর প্রদেশের সেচ বিভাগের অনেক জমি রয়েছে সেগুলি ওখলা, জসৌলা, মদনপুর খাদর, আলি সৈয়াদাবাদ, জৈতপুর, মোলরবন্দ আর খেরুজিতে রয়েছে।

উত্তর প্রদেশ সরকারের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং দ্বারা ওই অ্যাকশনের ভিডিও পোস্ট করা হয়েছে। মন্ত্রী লিখেছেন, ‘দিল্লীতে আবারও যোগী সরকারের বুলডোজার চলল। যোগী সরকার দিল্লীতে বড়সড় অ্যাকশন নিয়েছে।” প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী দিনে অতিক্রমণ হটাও অভিযান অনুযায়ী যোগী সরকার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে।

দিল্লীর কালিন্দি কুঞ্জ মেট্রো স্টেশনে প্রচুর রোহিঙ্গা বসতি করে রয়েছে। সেখানে ঝুপড়ি, বস্তি আর ক্যাম্প বানানো হয়েছে। কিছুদিন আগেই সেখানে আগুন লেগেছিল, যার কারণে অনেক ঝুপড়ি ছাই হয়ে গিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর