সুখবরঃ সাধারণের নাগালের মধ্যেই থাকবে করোনা ভ্যাকসিনের দাম, প্রথম পর্যায়ে তৈরি হবে ৫০ কোটি ডোজ

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে এখন করোনা ভ্যাকসিনের (Covid-19 Vaccine) প্রায় ১৪০ টি প্রোজেক্ট চলছে। আর এগুলোর মধ্যে অনেক ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষণও হয়েছে। দাবি করা হচ্ছে যে, এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন হাতে চলে আসবে। কিন্তু আমজনতার মধ্যে ভ্যাকসিনের দাম নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে যে, যেকোন দেশই ভ্যাকসিন আবিস্কার করুক না কে, দাম সাধারণের আয়ত্তের মধ্যে রাখা হবে।

adar poonawalla 1

ভারতের ফার্মা কোম্পানি সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পার্টনার হিসেবে কাজ করছে। এই কোম্পানি সিইও আদর পুনাওয়াল্লা (Adar Poonawalla)। একটি দৈনন্দিন খবরের রিপোর্ট অনুযায়ী, আদর পুনাওয়াল্লা জানিয়েছেন যে, ‘এখনো ভ্যাকসিনের দাম নিয়ে কিছু বলা ঠিক হবে না, কিন্তু আমরা চেষ্টা করছি যে এর দাম যেন ১ হাজার টাকার মধ্যেই থাকে।”

আদর পুনাওয়াল্লা এর বাবা ডঃ সাইরাস পুনাওয়াল্লা সিরাম ইন্সটিটিউটের স্থাপনা ১৯৬৬ সালে করেছিল। এই কোম্পানি পুনাওয়াল্লা গ্রুপের অংশ। আদর পুনাওয়াল্লা ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। আদর পুনাওয়াল্লা ২০০১ এ তাঁর বাবার সাথে কোম্পানিতে যোগ দেন। শোনা যাচ্ছে যে, সিরাম ইন্সটিটিউটকে বড় করার জন্য আর আন্তর্জাতিক গ্রোথে ওনার বড় যোগদান আছে। উনি ২০১১ সালে কোম্পানির সিইও হন।

adar poonawalla

পুনেতে সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া অনেক আগে থেকেই অক্সফোর্ডের সাথে পার্টনার হিসেবে যুক্ত। যদি অক্সফোর্ড ভ্যাকসিন বানাতে সফল হয়ে যায়, তাহলে ভারতে এই ভ্যাকসিনের কোন সমস্যা হবে না। এই কোম্পানি AstraZeneca নামের সেই কোম্পানির সাথে টাই-আপ করে রেখেছে, যারা অক্সফোর্ডের সাথে ভ্যাকসিন বানানোর কাজ করছে। অক্সফোর্ডের প্রোজেক্ট সফল হলেই সিরাম ভারতে ১০০ কোটি ডোজ তৈরি করবে। আর তাঁর মধ্যে ৫০% ভারতের জন্য থাকবে আর বাকি ৫০% গরীব এবং মাঝারি আয়ের দেশের জন্য থাকবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর