এবার দিল্লী থেকে বৈষ্ণ দেবী মাত্র আট ঘণ্টায়, বন্দেভারত এক্সপ্রেসের শুভ সূচনা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ বৈষ্ণ দেবীর ভক্ত দের জন্য এক বড় খুশির খবর। এবার দিল্লী থেকে বৈষ্ণ দেবী (Vaishno Devi) যাওয়ার জন্য ১২ ঘণ্টা না, মাত্র আট ঘণ্টা লাগবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) আজ নয়া দিল্লী থেকে কটড়া বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) Aসবুজ পতাকা দেখিয়ে রওনা করেন। এই ট্রেন মাত্র আট ঘণ্টায় ৬৫৫ কিমি অতিক্রম করবে। বন্দে ভারত এক্সপ্রেস দেশের সবথেকে আধুনিক ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ই আগস্ট লাল কেল্লা থেকে এই ট্রেনকে নিয়ে আগামী পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এই ট্রেন নয়া দিল্লী থেকে কটড়া সপ্তাহে ছয়দিন চলবে।

এই অবসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ‘আজ হাইস্পীড বন্দে ভারত এক্সপ্রেস মাতা বৈষ্ণ দেবীর দরবারে যাবে। এটি একটি নতুন শুরু, আর বৈষ্ণ দেবী যাওয়া হিন্দু তীর্থযাত্রীদের অনেক সুবিধা হবে। ১৭ ই ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস দিল্লী থেকে বারাণসীর জন্য প্রথম যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল বিভাগের সামনে একটি লক্ষ্যমাত্রা রেখে ধীরে ধীরে ভারতে হাইস্পীড ট্রেনের সংখ্যা বাড়াতে চান।”

অমিত শাহ বলেন, ‘রেল মন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে কাজ করা গোটা রেল বিভাগের সমস্ত মানুষদের আমি শুভেচ্ছা জানাতে চাই। কারণ আপনাদের জন্যই আজ নবরাত্রির শুভ অবসরে জম্মু কাশ্মীরের জন্য বড় উপহার দেওয়া সম্ভব হয়েছে।” উনি বলেন, ‘২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন থেকেই প্রতিটি যাত্রা স্থানেই সমস্ত যাত্রী সুগমতা আর সরলতার সাথে পৌঁছে যাচ্ছে। আর এর জন্য সরকার অনেক বড়বড় পদক্ষেপ নিয়েছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর