‘হ্যালো’-র বদলে ‘বন্দেমাতরম!’ একনাথ শিন্ডের নতুন নির্দেশ বাস্তবে সফল কতটা? রইল তথ্য

বাংলাহান্ট ডেস্ক : আর ‘হ্যালো’ নয়। ​নয় ফোন ধরে এবার বলতে হবে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। কিছুদিন আগেই সরকারি কর্মীদের নতুন নির্দেশ দেয় মহারাষ্ট্র (Maharashtra) সরকার। নির্দেশিকায় বলা হয়, ‘হ্যালো’ একটি বিদেশী শব্দ, এর মধ্যে কোনও আবেগ নেই। অন্যদিকে মহারাষ্ট্র সরকার মনে করে, কোনও আলোচনা বা কথা’বন্দে মাতরম’ দিয়ে শুরু হলে তা দু’পক্ষের মধ্যে সুসম্পর্কের আবহাওয়া তৈরি করে। কিন্তু আদৌও কু পালন করা হচ্ছে এই নির্দেশ? সংবাদমাধ্যমের সমীক্ষায় যা উঠে এল তা অবাক করার মতই।

জানা যাচ্ছে, একটি সংবাদ সংস্থা মহারাষ্ট্রের বিভিন্ন সরকারি দফতরে ফোন করে দেখেতে চায় সেখানে আদৌও বন্দেমাতরম বলা হচ্ছে। কোনও দফতরের কোনও কর্মীই ফোন ধরে বন্দেমাতরম বলেননি বলে খবর। এমনকি মুখ্যমন্ত্রীর নিজের দফতর, অর্থাৎ যেখান থেকে এই নির্দেশ দেওয়া হয়, সেখানেও ফোন করে সংবাদ মাধ্যম। কিন্তু সেই দফতর থেকে বন্দেমাতরম -এর পরিবর্তে হ্যালোই বলা হয়েছে। এরপরই এই বিষয় নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

অগাস্ট মাসে মহারাষ্ট্রে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পরেই ‘হ্যালো’র পরিবর্তে’বন্দে মাতরম’ বলার বিষয়টি তোলেন নতুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার (Sudhir Mungantiwar)। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সরকারি দফতরে এই নতুন নিয়ম জারি করার কথা বলেন মন্ত্রী। সংস্কৃতি দফতর থেকে সরকারের কাছে প্রস্তাবও পাঠানো হয়। কেন ‘হ্যালো’ বাদ দেওয়ার প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী? গত অগাস্ট মাসে মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার বলেন, ‘হ্যালো একটি ইংরিজি শব্দ। এই শব্দ ঝেড়ে ফেলা দরকার।বন্দে মাতরম শুধু একটি শব্দ নয়। সব ভারতীয়ের অনুভূতি এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে।’ দেশ আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, তাই সরকারি কর্মীদেরও ফোন তুলে ‘হ্যালো’র বদলে ‘বন্দে মাতরম’ বলা উচিত বলে দাবি করেন মহারাষ্ট্রের মন্ত্রী।

এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা শুরু করে অনেক রাজনৈতিক দল। মহা বিকাশ আগাড়ি জোটও এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। মহারাষ্ট্র সমাজবাদী পার্টির সভাপতি আবু আসিম আজমি বলেছেন যে তিনি এই পদক্ষেপকে অনুমোদন করেননি। তিনি দাবি করেন, “আমরা ‘সারে জাহান সে আচ্ছা’কে স্বাগত জানাতে চাই, ‘বন্দে মাতরম’কে নয়। মুসলিমরা ‘বন্দে মাতরম’ বলতে পারে না কারণ এটা তাদের বিশ্বাসের পরিপন্থী।” আর, এরপরই সামনে এল এই বিস্ফোরক তথ্য। ‘বন্দেমাতরম’-এর বদলে ‘হ্যালো’ বলে শিন্ডে সরকার বেশ বিপাকে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর