IPL-এ ইতিহাস ভেক্টটেশ আইয়ারের! দ্বিতীয় KKR ক্রিকেটার হিসেবে IPL-এ শতরান নাইট তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে রেকর্ড সৃষ্টি করলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ২০০৮ সালের পর দ্বিতীয় কেকেআর ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান পেলেন নাইট তারকা। চলতি মরশুমে অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। আজ ২৩ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন। এরপর ৪৯ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন তিনি।

   

আজও কলকাতার হয়ে প্রথম একাদশে দেখা যায়নি লিটন দাস বা জেসন রয়কে। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, গুরবাজ এবং লকি ফার্গুসনকে নিয়েই মাঠে নেমেছে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি নাইটরা জিততে না পারে তাহলে বেশ কিছুটা বেকায়দায় পড়বে তারা। চিন্তার ব্যাপার হলো ভেঙ্কটেশ আইয়ার ছাড়া দলের বাকি ব্যাটাররা খুব একটা প্রভাব ফেলতে পারেননি দলের পারফরম্যান্সে।

এরই মধ্যে আজ মুম্বাই ইন্ডিয়ান্স একাদশে বেশ কিছুটা চমক রয়েছে। পেটের সমস্যার কারণে আজ অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামতে পারেননি। তার বদলে সূর্যকুমার যাদব আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর তার নেতৃত্বেই আজ আইপিএল অভিষেক হল সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারের।

এর আগে আইপিএলের একদম প্রথম ম্যাচের ব্যান্ডেল ম্যাকলামের ব্যাট থেকে শতরান এসছিল নাইট জার্সি গায়ে। তারপর এই ১৬ বছরে আর কোন ক্রিকেটার নাইট জার্সিতে শতরান পাননি। কিন্তু আজ সেই রেকর্ডের কিছুটা উন্নতি ঘটালেন ভেঙ্কটেশ। শেষ পর্যন্ত ৫১ বলে ১০৪ রান করে আউট হন তিনি।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর