গুজবই সত্যি হল, সব লড়াই ব্যর্থ করে প্রয়াত হলেন অভিনেতা বিক্রম গোখলে

বাংলাহান্ট ডেস্ক: খারাপ খবর ছড়িয়ে পড়েছিল আগেই। প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের (Vikram Gokhale) মৃত্যুর খবরে শোকের পরিবেশ নেমে এসেছিল বিনোদুনিয়ায়। যদিও পরে সেটা গুজব জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সকলে। কিন্তু দুদিন পরেই যে গুজবটা সত্যি হয়ে যাবে তা কেউ ভাবতে পারেনি। শনিবার বাস্তবিকই প্রয়াত হলেন বিক্রম গোখলে।

বেশ অনেক দিন ধরেই পুণের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রম। হার্ট এবং কিডনির একাধিক সমস‍্যা নিয়ে গত ৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিক্রম গোখলে। রীতিমতো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল অভিনেতাকে। তার মধ্যেই গত বুধবার হঠাৎ করেই রটে যায় মৃত্যু হয়েছে বিক্রম গোখলের। কিন্তু বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে জানানো হয় যে খবরটা ভুয়ো।

Vikram gokhale death
বিক্রম গোখলের স্ত্রী ভুয়ো খবরের সত‍্যতা নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর স্ত্রী ব্রুশালী জানিয়েছিলেন, অভিনেতা এখনো বেঁচে আছেন। বুধবার বিকেলের পর কোমায় চলে যান তিনি। তারপর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না তাঁর শরীরে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। কিন্তু শেষরক্ষা হল না। শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় প্রয়াত হন বিক্রম গোখলে।

বলিউডের দীর্ঘদিনের সদস‍্য বিক্রম গোখলে। বহু জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রম। দিল সে, ভুল ভুলাইয়া, দে দনা দন, হিচকি, নিকম্মা, মিশন মঙ্গল এর মতো একাধিক ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

ইন্ডাস্ট্রিতে পা রাখার পর খুব কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন বিক্রম। চরম আর্থিক সঙ্কটের মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। একটা মাথা গোঁজার জায়গা পর্যন্ত ছিল না তাঁর কাছে। সে সময়ে অমিতাভ বচ্চন নিজে মহারাষ্ট্রের তৎকালীন মুখ‍্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন। সরকারের তরফে বাড়ির ব‍্যবস্থা করে দেওয়া হয়েছিল বিক্রম গোখলেকে। সেই চিঠি নাকি বাঁধিয়ে রেখে দিয়েছেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর