অভিনয় করেছেন ২০০-র ও বেশি ছবিতে, বলিউডকে মাতৃহারা করে বিদায় নিলেন সুলোচনা

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের শেষে ফের মৃত্যু সংবাদ এল বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি থেকে। প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লটকার (Sulochana Latkar)। ২০০ টিরও বেশি হিন্দি এবং মরাঠি ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

   

প্রয়াত অভিনেত্রীর মেয়ে কাঞ্চন ঘনেকার জানান, বয়সজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে সুলোচনার। শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তাঁর। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময়ে শিবাজি পার্কে শেষকৃত্য হবে তাঁর। তার আগে সুলোচনার প্রভাদেবী রেসিডেন্সের বাড়িতে তাঁর মরদেহ রাখা থাকবে। সেখানে উপস্থিত হয়ে অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন প্রয়াত অভিনেত্রীকে।

সুলোচনার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ‘সুলোচনা জির প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করল। তাঁর অবিস্মরণীয় অভিনয় আমাদের সংষ্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে জায়গা দিয়েছে তাঁকে। তাঁর কাজের মধ্যে দিয়েই তাঁর ঐতিহ্য বেঁচে থাকবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি’।

শোকস্তব্ধ বিনোদন জগৎও। অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, অন্যতম সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুলোচনা তাই। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। সেই সঙ্গে মাধুরী এও বলেছেন, প্রতিটি ছবিতেই সুলোচনার অভিনয় মনে থেকে যাওয়ার মতো। কিন্তু তাঁর প্রিয় ছবি মরাঠি ভাষার ‘সঙ্গতে আইকা’। মরাঠি ভাষায় শোকজ্ঞাপন করেছেন অভিনেতা রিতেশ দেশমুখ।

প্রসঙ্গত, সুদীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। বিশেষ করে দেব আনন্দ, মনোজ কুমার, মেহমুদ এর মতো প্রায় সব কিংবদন্তি নায়কদেরই মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২০০ টিরও বেশি ছবি। প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত বলিউড।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর