বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বারবার সতর্ক করা সত্ত্বেও নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ উঠেই এসেছে। অঙ্গনওয়াড়ি, বেসরকারি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ছাড়িয়ে এবার নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যান্টিনে।

ছবিঃ বিক্ষোভে সামিল হয়েছে বিশ্বভারতীর পড়ুয়ারা।
   

নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগে কয়েকশো ছাত্রী থালা বাটি হাতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখায়। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে প্যান্টিন কর্তৃপক্ষের তরফ থেকে। একই তেলে অনেকবার রান্না করা হচ্ছে। এছাড়াও তাদের পরিবেশন করা হচ্ছে পচা মাছ। শুধু গুনমানের দিক থেকেই নয়, দামের দিক থেকেও তা অনেক বেশি। পুজোর ছুটিতে নাকি খাবার না খেলেও ক্যান্টিনে দিতে হবে টাকা। কেন এই টাকা দিতে হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি ক্যান্টিন কর্তৃপক্ষের তরফ থেকে। বারবার কর্তৃপক্ষ কাছে অভিযোগ করলেও বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি তাদের তরফ থেকেও। ছাত্র পরিচালক শংকর মজুমদার জানান, ছাত্রীদের সঙ্গে কথা হয়েছে, কতৃপক্ষ ও ছাত্রীদের একসঙ্গে বসে আলোচনা করা হবে। এছাড়া অন্যান্য ক্যান্টিন গুলিতে যেভাবে খাবার পরিবেশন করা হয় সেভাবেই এই ক্যান্টিনেও খাবার পরিবেশন করা হবে এবং ছাত্রীদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখার দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সম্পর্কিত খবর