নীরবে থাইল্যান্ডে অসহায় মানুষদের সাহায্য করে চলেছে VHP, ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়

বাংলা হান্ট ডেস্কঃ করোনার প্রকোপ থামার নাম নিচ্ছে না। প্রতিদিনই করোনার মামলা বেড়েই চলেছে। আর এর মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) বিভিন্ন সমস্যার সন্মুখিন মানুষদের সেবার জন্য দিনরাত এক করছে। VHP লাগাতার অসহায় মানুষদের সাহায্য করে চলেছে। আর এই সাহায্য শুধু ভারতেই সীমিত না, VHP নিজেদের এই কাজ দেশের বাইরেও চালিয়ে যাচ্ছে।

আর এই ক্রমেই VHP থাইল্যান্ডে (Thailand) করোনা প্রভাবিত মানুষদের কাছে সাহায্য নিয়ে পৌঁছাচ্ছে। VHP থাইল্যান্ড শনিবার ব্যাংককের চোর্ম থং জেলার ৩০০ পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেয়। VHP থাইল্যান্ডের ৯ টি জেলায় ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে। আর সেইন নয়টি জেলার মধ্যে চোর্ম থং সপ্তম জেলা ছিল, সেখানে VHP রেশন সমেত সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়।

সংগঠনের স্বয়ংসেবকেরা সমস্যার সন্মুখিন পরিবার গুলোর হাতে ১.৫ কুইন্টাল চাল, ৩০০ বোতল সোয়া সস, ৩০০ প্যাকেট নিরামিষ নুডল, ভারতীয় স্ন্যাক্স আর জলের বোতল বিতরণ তুলে দেয়। VHP থাইল্যান্ডের মানুষের সাহায্য করার সময় থাইল্যান্ড সরকার দ্বারা লাগু সমস্ত নির্দেশ পালন করে আর এর সাথে সাথে স্থানীয় প্রশাসনের সাহায্য নেয়।

সংগঠন এখনো পর্যন্ত থাইল্যান্ডের সাত জেলার মানুষের হাতে সাহায্য পৌঁছে দিয়েছে। আর আগামী দুই সপ্তাহের মধ্যে আরও দুটি জেলায় সাহায্য পৌঁছে দেবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর