ভিডিও : বাঁধের জলে ঝাঁপ দিয়েছিল ব্যক্তি, ১৬ ঘন্টা পর রুদ্ধশ্বাস উদ্ধার করল বায়ুসেনা

বাংলাহান্ট ডেস্কঃ বাঁধের জলে ঝাঁপ দিয়েছিল অত্যুৎসাহী এক ব্যাক্তি। কিন্তু জল থেকে উঠে আসতে পারল না আর সে। আবহাওয়া (weather) খারাপ হয়ে যাওয়ায় তাকে উদ্ধার করতে পারল না বিপর্যয় মোকাবিলা দলও। অবশেষে উদ্ধার করতে নামতে হল ভারতের বায়ুসেনাকে (indian airforce) ।

PicsArt 08 18 06.38.40

জানা যাচ্ছে, ঐ ব্যক্তির নাম জীতেন্দ্র কুমার কাশ্যপ। বয়স ৩৪। রবিবার কুঠাঘাট বাঁধের জলে ঝাঁপ দেন তিনি। কিন্তু ঝাঁপ দেওয়ার পর থেকেই হু হু করে বাড়তে থাকে নদীর জল। সেখানেই একটি পাথরের ওপর আটকে পড়েন তিনি।

সাথে সাথে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে আবহাওয়া। বাড়তে থাকা জল ও ক্রমশ খারাপ হতে থাকা আবহাওয়ার কারনে তাকে উদ্ধার করতে পারেনি বিপর্যয় মোকাবিলা দলও। একটি গাছকে আঁকড়ে ধরে টানা ১৬ ঘন্টা জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করেন তিনি।

সকাল হতেই তাকে উদ্ধারে নামে বায়ুসেনা। বায়ু সেনার MI চপার তাকে উদ্ধার করতে আসে। প্রথমে ঠিক ছিল বায়ুসেনার চপার থেকে এক সেনা অফিসার নেমে ঐ ব্যক্তিকে তুলে নেবে। কিন্তু ভয়ংকর বাতাসের কারণে সেই প্ল্যান পরিবর্তন করা হয়৷ শেষ পর্যন্ত চপার থেকে ছুঁড়ে দেওয়া হয় দড়ি৷ সেই দড়ির সাহায্যেই তুলে নেওয়া হয়।

 

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত রাজ্যের উত্তর জেলা অঞ্চলের বিলাসপুরে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যার ফলস্বরূপ এই অঞ্চলে কেন্দ্রীয় জল কমিশন ইন্দ্রবতী ও মহানদী নদীর তীরবর্তী সমস্ত জেলা এবং তাদের শাখা নদীগুলির জন্য বন্যার সতর্কতা জারি করেছে।

https://twitter.com/THE_REFORMER_78/status/1295286242649583616?s=19

 

 

সম্পর্কিত খবর