ত্রাণ বিলি করতে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: দিলীপ ঘোষ

করোনা মহামারির সময় একদিকে জনগণ যখন কোনো রাজনীতি দেখতে চাইছেন না তখন বাংলা থেকে এক খারাপ চিত্র সামনে আসছে। পুরো দেশজুড়ে যে যার মতো করে জনগণের সেবা করার সুযোগ পেলেও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ত্রাণ বিলিতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। বিজেপিকর্মীদের এই বাধা দেওয়ার জন্য শাসন ক্ষমতায় থাকা তৃণমূল পুলিশকে ব্যাবহার করছে বলেও জানা যাচ্ছে। আজ বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মিডিয়ার মুখোমুখি হয়ে বেশকিছু অভিযোগ মমতা ব্যানার্জীর উপর এনেছেন।

দিলীপ ঘোষ বলেন বিজেপি কর্মীদের কোনোভাবেই সেবার সুযোগ দিচ্ছে না তথা ত্রাণ বিলিতে বাধা প্রদান করছে। এছাড়াও বাংলায় ডাক্তারদের সঠিক উপকরণ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত জানিয়ে দি, বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউন এর বিধায়ক বর্তমানে বিজেপি নেতা সব্যসাচী দত্ত সকালবেলা তার বাড়ি থেকে বের হন দুঃস্থ মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে। সেই সময় বিধাননগর পূর্ব থানার পুলিশ তার বাড়ির সামনে এসে উনাকে বেরোতে বারণ করেন বলে অভিযোগ উঠেছে।

সব্যসাচী দত্তের তরফ থেকে জানানো হয় তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটকে জানিয়েছিলেন যে তিনি এই দুঃস্থ মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জিনিসপত্র তিনি প্রদান করবেন কিন্তু বিধান নগর কমিশনারেট এর তরফ থেকে কোনো উত্তর আসেনি। এরপর পুরো বিষয়টি তিনি জানান বিজেপির রাজ্য দিলীপ ঘোষকে। যেহেতু দিলীপ ঘোষ তার বাড়ির কাছে থাকেন তাই উনি তরিঘড়ি আসেন সব্যসাচী দত্তের বাড়িতে। দিলীপ ঘোষের সাথে পুলিশের বেশকিছুক্ষন কথা কাটাকাটি হয় বলেও জানা যাচ্ছে। এরপর সব্যসাচী দত্ত পুলিশকে প্রস্তাব দেন আইন মেনে, দূরত্ব বজায় রেখেই তিনি সাধারণ মানুষকে কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস দেবে।

বিজেপির দাবি, এরপর বিধান নগর পূর্ব থানার তরফ থেকে তাকে যেতে বলা হয় নিউটাউনে ডিসি অফিসে এবং সেখানে গিয়ে দরখাস্ত জমা দেন এরপরেও পুলিশ কথা শোনেনি বলেও অভিযোগ। পুলিশের অনুমতি না পাওয়ায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে যেতে পারেন নি সব্যসাচী দত্ত। অবশেষে তাঁর ওয়ার্ড অফিসে রেখে দেন খাদ্য সামগ্রী। অনুমতি না পেয়ে শেষমেষ বাড়ি ফিরে যান সব্যসাচী দত্ত।

সম্পর্কিত খবর