ভিডিও : অজগর থেকে র‍্যাট স্নেক; লকডাউনে  তাজমহল ভয়ংকর সাপের রাজত্ব!

বাংলাহান্ট ডেস্কঃ পৃথিবীর সপ্তম আশ্চর্য এর মধ্যে অন্যতম তাজমহল (tajmahal)। মোগল সম্রাট শাহজাহানের নির্মিত এই সৌধ করোনা বন্ধ রয়েছে। আর পর্যটক শূন্য এই স্থানেই এখন সাপেরা (snake) গড়ে তুলেছে আস্তানা। কিছুদিন আগেই এখানে পাওয়া গিয়েছিল ৭ ফুটের বিশাল  অজগর, ঠিক তার ৫ দিনের মধ্যেই উদ্ধার হয়েছে ৫ ফুট দীর্ঘ র‍্যাট স্নেক। এই দুই সাপ উদ্ধারের পরই দারুন সতর্ক তাজমহলের প্রহারায় থাকা জাওয়ানরা।

সাপ 1 1

সম্প্রতি তাজমহলে জলের জায়গায় উদ্ধার করা হয়েছিল বিশাল অজগর। যার দৈর্ঘ্য ছিল ৭ ফুট৷ এবার আরো একটি সাপ উদ্ধার হল তাজমহলের পুলিশ কিয়স্কের কাছ থেকে। বীরপাল সিং নামের জনৈক পুলিশ কিয়স্কের কাছে এই সাপের উপস্থিতি দেখতে পান। সাথে সাথেই বন্যপ্রাণ দপ্তরে খবর দেওয়া হয়। বন্যপ্রাণ দপ্তর থেকে লোকজন এসে সাপটিকে উদ্ধার করা হয়েছে।

জানা যাচ্ছে, পোস্টের কাছেই আওয়াজ পেয়ে এই সাপকে দেখতে পান বীরপাল সিং। কোবরার সাথে অনেকাংশে মিল পাওয়া এই সাপটি মারাত্মক। অত্যন্ত প্রাণনাশী এই সাপকে উত্তর ভারতে আঞ্চলিক ভাষায় ধামন সাপ বলা হয়ে থাকে। কোনো কারনে ভয় পেলে এই সাপ আওয়াজ করে ওঠে। সেই আওয়াজই শুনেছিলেন নিরাপত্তা কর্মী বীরপাল সিং।

এর মাত্র ৫ দিন আগে তাজমহলের মিউজিয়ামের কাছে জলের কুলারের তলা থেকে উদ্ধার হয়েছে ৭ ফুট দীর্ঘ অজগর। দুটি সাপকেই বনদপ্তরের আধিকারিকরা নিরাপদ ভাবে বনে ছেড়ে দিয়ে এসেছেন। তাজমহলের আশেপাশের এলাকা থেকেও উদ্ধার হয়েছে ৪ ফুটের একটি ব্ল্যাক হেডেড রয়্যাল স্নেক। সেটিকেও নিরাপদ ভাবে বনে ছেড়ে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এই মুহুর্তে পৃথিবীর অন্যতম আশ্চর্য স্মৃতি সৌধ যেন নাগপুরি; চরম সতর্ক থাকতে হচ্ছে নিরাপত্তা কর্মী ও অন্যান্য দের।

https://youtu.be/ZS2zjSw0Z3s

সম্পর্কিত খবর