রোনাল্ডোকে নকল করে ‘Siiiiuuuu’ সেলিব্রেশন! পা ভাঙলো এই তরুণ ফুটবলারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ সালের শুরু থেকে আবার যেন নিজের গোল স্কোরিং বুটটা খুঁজে পেয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গত বছরটা অর্থাৎ ২০২২ সালটা তার কেরিয়ারের সবচেয়ে খারাপ বছর ছিল। গোল মেশিন বলে পরিচিত কিছু মহাতারকা ওই বছরটায় ২০ গোলের গণ্ডিও টপকাতে পারেননি। গত বছরে কোনও ট্রফিও জিততে পারেননি সিআরসেভেন। তার সঙ্গে ছিল ব্যক্তিগত জীবনে নিজের সদ্যোজাত শিশুকে হারানো এবং ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নানান সমস্যা, সব মিলিয়ে ২০২২ সালটাকে মনে রাখতে চাইবেন না পর্তুগালের অধিনায়ক।

কিন্তু ২০২৩ সালের শুরুটা অন্তত বেশ ভালোভাবেই করেছেন রোনাল্ডো। সৌদি আরবে নতুন লিগে, নতুন পরিবেশে নতুন ক্লাব আল নাসেরের খেলতে নেমে ইতিমধ্যেই দুটি হ্যাটট্রিক করে ফেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে অনেকেই ভেবে ফেলেছিলেন যে আর হয়তো পর্তুগিজ মহতারকাকে দেখা যাবে না। কিন্তু পর্তুগালের নতুন কোচ রবার্টো মার্টিনেজ তাকে আবার দলে ফিরিয়েছেন এবং ইউরো কাপের যোগ্যতাঅর্জন পর্বের প্রথম ম্যাচে খাতায়-কলমে অনেক দুর্বল লিখটেনস্টাইনের বিরুদ্ধে পেনাল্টি ও ফ্রি কিক থেকে জোড়া গোল করেছেন পর্তুগালের অধিনায়ক।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের বিখ্যাত ‘সিইইইউউউ’ সেলিব্রেশনের জন্য জনপ্রিয়। গোল করে দৌড়ে গিয়ে লাফিয়ে শূন্যে ঘুরে দুই হাত ও পা ফাঁক করে এই সেলিব্রেশন করে থাকেন তিনি। গত ম্যাচেও তাকে দুটি গোলের ক্ষেত্রেই এইভাবে আনন্দ উদযাপন করতে দেখা গিয়েছে। তাকে অনুসরণ করে ক্রিকেট, টেনিস ও অন্যান্য নানান খেলার জগতের সঙ্গে যুক্ত তারকাও এইভাবে উদযাপন করে থাকেন।

কিন্তু এমনভাবে সেলিব্রেশন করতে গিয়ে বিপদে পড়লেন ভিয়েতনামের অনূর্ধ্ব-১৭ দলের এক তরুন ফুটবলার। ট্যাপ ইন করে গোল দিয়ে ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঢংয়ে লাফিয়ে উঠেন তিনি।কিন্তু পর মুহুর্তেই তিনি পায়ের যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

৩৮-এর রোনাল্ডো যে সেলিব্রেশন করে থাকেন তা রীতিমতো বিপজ্জনক বলে অনেকেই মনে করেন। ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ সিরাজ কোনও ক্রিকেটারকে বোল্ড করার পর ঐভাবে উদযাপন করেন। এইজন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচের পর তার সতীর্থ এবং সিনিয়র বোলার মহম্মদ শামি তাকে ওইভাবে আনন্দ উদযাপন করতে নিষেধ করেছিলেন। কারণ রোনাল্ডোর মতো ফিটনেস সকলের থাকে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর