কেন পদত্যাগ করলেন বিজয় রুপানি, হার্দিক প্যাটেল জানালেন আসল কারণ

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি (Vijay Rupani)। আর মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়ার পরই এক বিস্ফোরক মন্তব্য করলেন গুজরাটের কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হার্দিক প্যাটেল (hardik patel)। হারের ভয়েই ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী- এমনটা দাবি করেছেন কংগ্রেস সভাপতি হার্দিক প্যাটেল।

গুজরাটের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হার্দিক প্যাটেল বলেন, ‘মোদীজির নিজ রাজ্য গুজরাটেই যে ধীরে ধীরে জমি হারাচ্ছে বিজেপি, সেকথা খুব ভালো ভাবেই বুঝে গিয়েছে গেরুয়া শিবির এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। কংগ্রেস আগামী দিনে সরকার গড়বে গুজরাটে। আর সেটা বিজেপি এবং RSS বুঝতে পেরেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলেন বিজয় রুপানিকে’।

https://twitter.com/HardikPatel_/status/1436708708944285707?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1436708708944285707%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.amarujala.com%2Fgujarat%2Fgujrat-congress-leader-hardik-patels-claim-congress-is-getting-victory-in-rss-survey-bjp-gets-only-80-84-seats-hence-resignation-from-gujarat-cm

তিনি আর বলেন, ‘আসন্ন নির্বাচনে ৯৬ থেকে ১০০টি আসন দখল করে, প্রায় ৪৩ শতাংশ ভোট নিয়ে গুজরাটের ক্ষমতায় আসবে কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেতে পারে ৮০ থেকে ৮৪ টি আসন অর্থাৎ ৩৮ শতাংশ ভোট। ৩ শতাংশ এবং ১ শতাংশ ভোট পেতে পারে কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং আসাদুদ্দিনের মিম। তাই এটা পরিস্কার যে এবারে ক্ষমতায় আসছে কংগ্রেস’।

প্রসঙ্গত, আচমকাই শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি। তবে ঠিক কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সে সম্পর্কে অবিশ্য কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, তাঁর কাজে খুশি ছিল না দিল্লীর শীর্ষ নেতৃত্বরা। তাই নির্বাচনের পূর্বে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে, মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে ইস্তফা দিতে বলা হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর