মৃত্যুর পর ভাইরাল হল ভিডিও, হাসপাতালেই ‘হুড হুড দাবাং’ গাইছেন গায়ক ওয়াজিদ খান

বাংলাহান্ট ডেস্কঃ করোনার আতঙ্কের মাঝেই বারবার শোকের ছায়া নেমে এসেছে বলি পাড়ায় (bollywood)। এবার বিদায় নিলেন সংগীত পরিচালক ও গায়ক ওয়াজিদ খান (Wajid Khan)। করোনা যুদ্ধে হার মেনে মৃত্যুকে বরণ করে মাত্র ৪২ বছর বয়সেই মারা গেলেন এই বিখ্যাত ব্যক্তিত্ব।

শোকার্ত বলি পাড়ায় তাঁর মৃত্যুর পর প্রকাশিত হল এক ভিডিও, যা অল্প সময়ের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রিয় গায়কের এই শেষ বেলার অন্তিম ভিডিও শেয়ার না করে থাকতে পারল না ভক্তকূল।

   

ভাইরাল ভিডিও
এই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালে চিকিতসারত অবস্থায় গান গাইছেন ওয়াজিদ খান। হাসপাতালেরই পোশাক পরিহিত অবস্থাতেই ‘হুড হুড দাবাং’ গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে। তবে ভিডিওটিতে গায়কের রুগ্ন চেহারা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। প্রথমভাগে তাঁকে বুঝতে না পারলেও, অসুস্থ গায়ককে চিনতে কিছুটা সময়ই লেগেছিল ভক্তকূলের।

মাত্র ৪৪ সেকেণ্ডের এই ভিডিওটিতে গায়ককে পুরোপুরি ক্লিন সেভে দেখা যাচ্ছে। এবং হাসি মুখে গান গাইতে গাইতে শেষে তিনি বললেন, লাভ ইউ ভাই। করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে চিকিতসারত অবস্থায় শেষের দিকে ওয়াজিদ খানের শরীর বেশ অনেকটাই ভেঙ্গে গেছিল।

প্রয়াত ঋষি কাপুর
গত ৩০ শে এপ্রিল বলিউডের আরও এক উজ্জ্বল নক্ষত্র ঋষি কাপুরের মৃত্যুর পরও তাঁর একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, হাসপাতালের একটি ওয়ার্ড বয় ঋষি কাপুরের অভিনীত একটি গান গাইছেন এবং অভিনেতা তাঁকে আশির্বাদও করছেন।

শোকবার্তা জ্ঞাপন
বিখ্যাত এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন বহু টলি তারকা। অক্ষয় কুমার থেকে শুরু করে সলমন, প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিন্টা, সেলিম মার্চেন্ট, আদনান সামি, মাইকা সিং, সোনু নিগম, পরিণীতি চোপড়া, বরুণ ধাওয়ান সকলেই তাঁর এবং তাঁর পরিবাররে প্রতি শোকবার্তা জ্ঞাপন করেছেন। পাশাপাশি গায়ক তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, গায়িকা তুলসী কুমার সহ অনেকেই তাঁর মৃত্যুতে শোকাহত হয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর