মুখ লুকিয়ে থানায় ‘বাদাম” গানের শ্রষ্ঠা ভুবন বাদ্যকর, গুরুতর অভিযোগ ভাইরাল ফেরিওয়ালার

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (bhuban badyakar)। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম’- গান গেয়েই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ভুবনবাবু। এবার পুলিশের দারস্থ হলেন তিনি।

সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন ভুবনবাবুর এই গান। ইতিমধ্যেই ফেসবুক, ইউটিউব, রিলসে চোখ রাখলেই দেখা যায় পাশে বাইক দাঁড় করিয়ে হাতে সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা এসব নিয়ে ভাজা বাদাম বিক্রি করার গান গাইছেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবনবাবু।

নেটদুনিয়ায় তাঁকে নিয়ে হইচই পড়ে গেলেও, তাঁর কোন মূল্যই পাচ্ছেন না ভুবন বাদ্যকর। এমনটাই অভিযোগ করে এবার পুলিশের দারস্থ হলেন এই বাদাম বিক্রেতা। ভুবনবাবুর দাবী, ‘প্রচুর মানুষ ইউটিউবে এই গান গেয়ে প্রচুর টাকা রোজগার করছেন। কিন্তু আমি কিছুই জানতে পারছি না’।

বীরভূম,Birbhum,kacha badam,বাংলা,বাংলা খবর,bangla news,west bengal,viral video,viral,video,ভাইরাল ভিডিও,ভুবন বাদ্যকর,bhuban badyakar

গান ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিনই তাঁর বাড়িতে হাজির হচ্ছেন অসংখ্য মানুষজন, রেকর্ডিং করছেন তাঁর গানের ভিডিও। আর সেগুলো স্যোশাল সাইটে ব্যবহার করেন অনেক অনেক টাকাও উপার্জন করছেন। আবার সেসবে নাকি কপিরাইটইও দেখাচ্ছে। কিন্তু সেসব বিষয়ে তিনি কিছুই জানেন না, তিনি নিজে কিছুই করেননি।

এদিন হেলমেট মাথায় দিয়েই থানায় এসেছিলেন ভুবনবাবু। তাঁর ধারণা, তাঁকে কেউ চিনতে পারলে, যদি কিডন্যাপ করে নিয়ে যায়, সেই কারণেই হেলমেট পরিধান করেই থানায় গিয়েছিলেন। আর থানায় গিয়ে তাঁর দাবী, পুলিশ তদন্ত করে তাঁর প্রাপ্যটুকু তাঁকে দিক।

আসুন আরও একবার দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

https://www.facebook.com/supratim.das.73/videos/660787811760623/?t=18

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর