বিমূর্ত ছবি এঁকে রাতারাতি ভাইরাল ‘পিগকাসো’, বরাহ শিল্পির একেকটি ছবির দাম কয়েকলাখ টাকা

বাংলাহান্ট ডেস্কঃ নিখুঁত তুলির টানে ক্যানভাসের ওপর একের পর এক বিমূর্ত ছবি (abstract painting) এঁকে ফেলে ভাইরাল (viral) হয়েছে এক বরাহ ‘পিগকাসো’ (pigcaso)। তার আঁকা ছবি বিক্রি হয়েছে ২-৩ লাখ টাকাতেও। তারিফ করেছেন গুনী শিল্পিরাও।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। ভাইরাল ছবি ভিডিওতে শুধু মানুষ নয় রাতারাতি তারকা বনে যায় পশু পাখিও। এবার সেই তালিকায় নবতম সংযোজন এই বরাহ।

তার নামের সাথে মিল আছে বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর। ৪ বছর আগে এক কসাই খানা থেকে উদ্ধার ক্ক্রে আনা এক মহিলা ডাক্তার লক্ষ্য করেন, পোষা শূকরটি রং মাখা তুলি মুখে নিয়ে ক্যানভাসে আঁকিবুঁকি করছে। তারপর থেকে মাঝে মাঝেই পোষ্যের এই রং তুলির প্রতি প্রেম দেখতে পেলেন। বলাবাহুল্য, এই আগ্রহ থেকেই বিখ্যাত চিত্রকর পিকাসোর  সাথে নাম মিলিয়ে তার নাম দিয়েছেন ‘পিগকাসো’

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ফ্রেঞ্চচেহে ফার্ম অভয়ারণ্যের সংলগ্ন এলাকায় জোয়ান লেফসনের পোষ্য ‘পিগকাসো’। তার আঁকা ছবিগুলিকে বেশ ভাল মানের বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট শিল্প বলে তারিফ করেছেন অনেকেই। বেশ কয়েকটি আঁকা বিক্রি হয়েছে লক্ষাধিক টাকাতেও। এমনিকি স্বোয়াচ (Swatch) ‘ফ্লাইং পিগ বাই মিস পিগকাসো’ নামে লিমিটেড এডিশনের ঘড়িও লঞ্চ করেছিল।

সম্পর্কিত খবর