সেবা করতে করতে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত করোনা যোদ্ধা, ভাইরাল মর্মান্তিক ছবি

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল : দেশব্যাপী হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে ভাইরাল (viral) হল এক মর্মান্তিক ছবি। করোনা আক্রান্ত মহিলার শেষ কৃত্য করতে গিয়ে ক্লান্তিতে মাটিতেই শুয়ে পড়লেন করোনা যোদ্ধা (corona warrior)  । ভাইরাল ছবি দেখে চোখে জল নেটপাড়ার।

করোনা ভাইরাসের সাথে গত ৬ মাস ধরে অক্লান্ত লড়াই লড়ে যাচ্ছেন করোনা যোদ্ধারা। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারন ভাইরাসকে। বরং যুদ্ধে হেরে অনেক যোদ্ধা প্রাণ হারিয়েছেন আবার অনেকেই ক্লান্ত৷ সেই ভয়ংকর ছবি আরো একবার ভাইরাল নেটদুনিয়ায়।

জানা যাচ্ছে, এক করোনা আক্রান্ত মহিলার মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন এই করোনা যোদ্ধা। তবে শেষকৃত্যের আগেই ক্লান্ত হয়ে তিনি মাটিতেই শুয়ে পড়েন। সেই সময় আদনান বেদী নামের এক ফটোগ্রাফার এই ছবিটি তোলেন। ছবিটি সামাজিক মাধ্যমে ভাগ করেন, আই এ এস অফিসার অবনীশ শরন। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ছবিটি।

এর আগে, ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গিয়েছেল, ৩২ ডিগ্রির ওপর চড়েছে তাপমাত্রা, সাথে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। এর মধ্যেও পিপিই কিট বাড়িয়েছে আরো গরম। অতিমারির সাথে লড়াই করতে করতে ক্লান্ত নার্স বসে পড়েছেন মেঝেতে। আর সেই অসম লড়াইয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমি আমার টিমকে নিয়ে গর্বিত।’

এই ছবি গুলি দেখলে স্পষ্ট বোঝা যায় কিভাবে সাদা পোশাকের ভগবানরা জান লড়িয়ে দিচ্ছেন আপামর জনগনে জীবনের জন্য

 

সম্পর্কিত খবর