বিশ্বকর্মা ঠাকুরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ? জানুন ভাইরাল ছবির আসল রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি আজ খুব ভাইরাল (Viral Picture) হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি পুলিশ ভ্যানের ভিতরে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, এবং অনেকেই এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে বদনাম করছে। কিন্তু আদৌ কি পুলিশ বাবা বিশ্বকর্মাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে? আমরা যখন ঘটনার তদন্তে নামলাম, তখন বেরিয়ে এলো ছবির পিছনের আসল রহস্য।

   

আমরা এই ঘটনার তদন্তের জন্য ইন্টারনেটে সবার আগে পুলিশের গাড়ির ডিটেলস চেক করি। আমরা ডিটেলস চেক করে পাই যে, ভাইরাল হওয়া পুলিশে গাড়িটি ADDL.DIRECTO OF POLICE CID এর নামে রেজিস্টার আছে। গাড়িটি ১০ মে ২০০২ এ রেজিস্টার হয়। আর গাড়িটি যত সম্ভব এখন কলকাতা পুলিশের আন্ডারে আছে।

এরপর সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি করে আরেকটি ছবি পাই, যেখানে দেখা যাচ্ছে যে, একটি পুলিশ ভ্যানের ভিতরেই বিশ্বকর্মা ঠাকুরের পুজো হচ্ছে। মূর্তিটিকে সুন্দর ভাবে সাজিয়ে ভক্তি ভরেই পুজো করা হচ্ছে। এমনকি গাড়ির পিছনে দুটি ডাবের উপর কলাগাছও রাখা হয়েছে। দুটি ছবিই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। কিন্তু ইচ্ছে করে প্রথম ছবিটির ছবিকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

দুটি ছবি পর্যবেক্ষণ করার পর আমরা এটাই বুঝেছি যে, প্রথম ভাইরাল ছবিতে গাড়ির ভিতরে দরজা বন্ধ করে বিশ্বকর্মার মূর্তি নিয়ে যাওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু ওই মূর্তিটিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল না। সম্ভবত পুলিশকর্মীরা বিশ্বকর্মার মূর্তিটি কিনে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন থানায় পুজো করবেন বলে। তবে দ্বিতীয় ছবিটি ভিন্ন পুলিশের গাড়ির হলেও এটা পরিস্কার বুঝিয়ে দেওয়া হয় যে, বিশ্বকর্মার মূর্তি পুজো করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর