‘বেকারত্বের জ্বালা যে আর সয় না’ – মমতা ব্যানার্জীকে বিঁধে অসাধারন গান বাঁধল যুবকের দল, তুমুল ভাইরাল ভিডিও

viral video : রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে বেকারত্ব। বিএড, ডিএলএড পাশ করা যুবকেরা এখন জীবিকা চালানোর জন্য টোটো চালানোর পেশাকে বেছে নিয়েছে। এবার কর্মসংস্থানের ইস্যুকে সামনে রেখেই গান বাঁধল একদল যুবক। মুহুর্তে ভাইরাল হল সেই ভিডিও

রাজ্যের চাকরি পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়। তার প্রমাণ মিলেছে কিছুদিন আগেই বনদপ্তরের এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। রাজ্যের বন সহায়কের শূন্যপদ ছিল মাত্র ২ হাজার। অষ্টম শ্রেণি যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন জমা পড়েছে ২০ লক্ষ। তাদের মধ্যে বিরাট একটা অংশ এম.এ,এম.এস.সি, পিএইচডি এর মত উচ্চশিক্ষিত বেকার যুবক।

বন সহায়কের সাধারণ ভাবে চারাগাছ পোঁতা, হাতি তাড়ানো, বন পাহাড়া দেওয়ার মত কাজ করতে হয়। জেনেশুনেই এই কাজে আবেদন করেছে লক্ষ লক্ষ বেকার যুবক। ৪ টি বড় ট্রাঙ্কে ভরা যায়নি সব আবেদন পত্র। শেষ পর্যন্ত অতি কষ্টে ৪৫ টি বিশাল বস্তায় ভরা হয়েছে এই সব আবেদন পত্র।

রাজ্যের বেকারত্বের এই ছবি সর্বত্রই। বহু ক্ষেত্রেই বছরের পর বছর নিয়োগ হয় না৷ বেশিরভাগ নিয়োগই হয় পার্ট টাইম ভিত্তিতে৷ রাজ্যে চাকরির এই দুর্দশাই গান বাঁধতে অনুপ্রাণিত করেছে যুবকদের। গানের ছত্রে ছত্রে তারই প্রতিফলন। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই দেড় লাখের বেশি মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি।

কর্মসংস্থান নিয়ে এই যুবকদের সাথে সহমত হয়েছেন অনেকেই। গানটি নিয়ে কমেন্ট বক্সে প্রশংসা করছেন নেটিজেনরা। প্রতি মুহুর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক কমেন্ট শেয়ার।  দেখে নিন ভাইরাল ভিডিও

 

সম্পর্কিত খবর