আমেরিকার আর্মি হেলিকপ্টারের সামনে এল ৩ টি UFO! পাইলটের করা ভিডিও ভাইরাল নেটমাধ্যমে

বাংলা হান্ট ডেস্ক: আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস (UFO) নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। এমনকি, বিশ্বের বিভিন্ন প্রান্তে UFO দেখা গিয়েছে বলেও দাবি করেছেন অনেকে। সেই রেশ বজায় রেখেই সম্প্রতি, একজন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন যে, বিগত ২০ বছরে, আকাশে উড়ে যাওয়া অজ্ঞাত বস্তুর সংখ্যা বেড়েছে। এমনকি, মার্কিন সাংসদদের কাছেই তিনি এ তথ্য জানান। পাশাপাশি, একটি নতুন তথ্য অনুসারে জানা গিয়েছে যে, মার্কিন সেনাবাহিনীর একটি অত্যাধুনিক হেলিকপ্টারের সামনে বিদ্যুতের গতিতে চলে যাওয়া ৩ টি UFO-র খোঁজ মিলেছে। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

এই প্রসঙ্গে ডেইলিস্টার তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, ওই ভিডিওটি ২০১৮-র ৬ নভেম্বর, অ্যারিজোনার উত্তর-পশ্চিমে প্রায় ৪০ মাইল দূরে রেকর্ড করা হয়েছিল। জানা গিয়েছে যে, ওই UFO গুলি আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারের সামনে দেখা যায়। হেলিকপ্টারে থাকা কো-পাইলট ও তাঁর সঙ্গী সেগুলিকে দেখতে পান। পাশাপাশি, প্রতিবেদনে আরও বলা হয়েছে যে হেলিকপ্টারটি যখন উড়ছিল, তখনই আকাশে অনেকটা ত্রিভুজ গঠনের মাধ্যমে ওই বস্তুগুলির খোঁজ মেলে।

এদিকে, আকাশে হঠাৎ এই দৃশ্য দেখে হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা অবাক হয়ে যান। এমনকি, সেগুলি দ্রুত চলমান জেট কিনা সেই প্রসঙ্গে ভিডিওতে একজনকে জিজ্ঞাসা করতে শোনা যায়। যার জবাবে অ্যাপাচি পাইলট বলেন, “হয়তো”। যদিও, তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি সেগুলির দিকে তাকান নি। এদিকে, ভিডিওটি সম্পর্কে, মার্কিন বিমান বাহিনীর প্রাক্তন ফাইটার পাইলট ক্রিস লেহটো বলেছেন যে, ওই বস্তুগুলিকে একটি F-16 বা F/A-18 ফাইটার জেটের চেয়েও দ্রুত দেখাচ্ছিল। সামগ্রিকভাবে তার অনুমান ছিল যে সেগুলি কোনো জেট ছিল না।

তবে, সেগুলি যদি আদৌ UFO হয়, তাহলে সেটি মার্কিন সেনাবাহিনীর জন্য কোনো নতুন জিনিস নয়। বরং, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা বহুবার এর সাক্ষী হয়েছেন বলে দাবি করেছেন। এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি এজেন্ট রবার্ট “বব” থম্পসনও এ বিষয়ে যুক্তি দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, তাঁরা “ডজন ডজন” এজেন্টদের সাথে যোগাযোগ করেছেন যারা সীমান্তের ওপারে মাদক চোরাচালানকারীদের ধরতে আকাশ স্ক্যান করার সময় UFO দেখেছেন।

মূলত, সীমান্তের দায়িত্বে যোগদানের আগে, থম্পসন দীর্ঘ ১১ বছর সেনাবাহিনীতেও কাজ করেছিলেন। বর্তমান ঘটনার বিষয়ে তিনি বলেন, এমন অনেকেই আছে যাঁরা এই UFO নিয়ে চিন্তিত। তবে, তিনি স্বীকার করেছেন যে কিছু বস্তু রয়েছে যা বিশ্লেষণ করা যায় না।

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রে UFO দেখা নতুন কিছু নয়। সম্প্রতি, একজন কর্মকর্তা মার্কিন আইন সাংসদদের কাছে প্রকাশ করেছেন যে গত ২০ বছরে, মোট ৪০০ টি UFO দেখা গেছে। এই সংখ্যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। যদিও, পেন্টাগনের এই কর্মকর্তা বলেছেন যে, তিনি এখনও কোনো অতিপ্রাকৃত উৎসের প্রমাণ পাননি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর