সাইকেলের ক্যারিয়ারে জড়িয়ে পেঁচিয়ে বিরাট কাল কেউটে! ভয়ঙ্কর এই ভিডিও দেখলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: সাপকে ভয় পান না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। আবার সেই সাপ যদি “কেউটে” হয় তাহলে তো কোনো কথাই নেই। সাধারণত এই সরীসৃপকে ঘিরে প্রত্যেকের মনেই একটা ভয় কাজ করে। পাশাপাশি, সাপের কামড়ে প্রাণও হারান বহু মানুষ। তাই, এই ভয়টা যে নিতান্ত অস্বাভাবিক নয় তা আর বলার অপেক্ষা রাখেনা।

   

তবে, এটাও মাথায় রাখতে হবে যে সাপকে দেখে মানুষ ভয় পেলেও অধিকাংশ সাপই কিন্তু নির্বিষ হয়। তবে, কিছু কিছু সাপ এমনও আছে যার কামড়ে চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। যার মধ্যে কেউটে হল অন্যতম। এমতাবস্থায়, এই বিষধর সাপকে এড়িয়ে চলেন সবাই। কিন্তু, কেউটের মত সাপ যদি আপনার সাইকেলের কেরিয়ারে চেপে বসে, তাহলে ঠিক কেমন মনে হবে বলুন তো?

না না ভয় পাবেন না। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে এবার থেকে সকলেই সাইকেল চড়ার আগে একটিবারের জন্য হলেও কেরিয়ারে নাগরাজ বসে রয়েছে কিনা তা পরীক্ষা করে নেবেন।

সোশ্যাল মিডিয়ায় আমরা মূলত হাজার হাজার ভাইরাল ভিডিও দেখতে পাই। যেগুলি মনোরঞ্জনের জন্য নেটিজেনরা দেখতে এলেও তাদের মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। রীতিমত অকল্পনীয় এই ভিডিওগুলিই ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে নেটমাধ্যমে।

এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, সাইকেলের কেরিয়ারে চেপে বসেছে একটি কেউটে। এমনকি, রীতিমত ফণা তুলে ভয়ও দেখাচ্ছে সকলকে। কেরিয়ারেই নিজের শরীরে পেঁচিয়ে দিয়ে এদিক-ওদিক তাকাচ্ছে সাপটি। তবে, সৌভাগ্যবশত, তখন সাইকেলটি দাঁড় করানো অবস্থায় ছিল। অর্থাৎ, সাইকেলটি তখন চালাচ্ছিলেন না কেউই।।

এদিকে, এই ভিডিওটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকরা। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে ভিডিওটির দর্শকসংখ্যা। snake_unity নামক পেজ থেকে ইনস্টাগ্রামে আপলোড করার পরে, ভিডিওটি এখনও পর্যন্ত ১৮ হাজারেরও বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি, ভয়াবহ এই ভিডিও দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে আরও একটি সাপের এইরকমই ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি বাথরুমের মধ্যে বড় আকারের কেউটেকে দেখা যায়। সেই ভিডিওটিও সাড়া ফেলে দিয়েছিল নেটিজেনদের মধ্যে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর