ভাইরাল ভিডিও : পড়ুয়াদের জন্য উড়ে যাচ্ছে বই, লাইব্রেরিয়ানের ভাবনায় তাজ্জব নেটদুনিয়া

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের কারনে এই মুহুর্তে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা শিকেয় উঠেছে। যার ফলে অনেকেরই অসুবিধা হচ্ছে। এই অসুবিধা দূর করার জন্য ড্রোন দিয়ে পড়ুয়ার বাড়িতে বই পৌঁছে দিয়ে ভাইরাল (viral) হলেন এক লাইব্রেরিয়ান।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।

IMG 20200619 WA0065 1

তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ানবার্গের মন্টগোমেরি কাউন্টি পাবলিক স্কুল জেলাতে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য এই পরিষেবা চালু করেছেন লাইব্রেরিয়ান পাসেক।

তিনি জানিয়েছেন, তিনি সবসময় আমার শিক্ষার্থীদের কাছে উপায় নিয়ে আসতে চেষ্টা করতে গিয়ে এই দুর্দান্ত উপায় আবিস্কার করে ফেলেন। ফেসবুক ব্যবহারকারী ডন নাইট ড্রোন দিয়ে সরবরাহ করা বইগুলির একটি ভিডিও ভাগ করেছেন। তাতেই আশ্চর্য হয়েছে নেটপাড়া।

ফেসবুকের সবাই একবাক্যে স্বীকার করেছে ব্যাপারটি সত্যি ভীষন কুল৷ এই ভাবে যে বই পৌঁছে দেওয়া যায় তা এক কথায় অভাবনীয় ও অনবদ্য।

প্রসঙ্গত জানিয়ে রাখি,   উইংয়ের হলুদ এবং সাদা ডেলিভারি 10 পাউন্ড ওজনের ড্রোনগুলি প্রতি ঘন্টা 70 মাইলেরও বেশি গতিতে উড়তে পারে এবং তিন পাউন্ড ওজনের প্যাকেজ বহন করতে পারে। যখন কোনও ড্রোন তার গন্তব্যে পৌঁছে যায়, তখন এটি প্রায় 23 ফুট উচুঁতে ঘোরাফেরা করে এবং তারের সাহায্যে প্যাকেজটি নীচে নামিয়ে বই সরবরাহ করে।

https://m.facebook.com/story.php?story_fbid=10158170321151070&id=559986069&sfnsn=wiwspwa&extid=yVpsqIf9LOWKSOUg

 

সম্পর্কিত খবর