গ্লাভস পরে ২০ মিনিট লিখে দেখান; কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরসরি চ্যালেঞ্জ ছাত্রীর, আগুনের গতিতে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ‘গ্লাভস পরে ২০ মিনিট লিখে দেখান’ ভাইরাল ভিডিওতে (viral video) এমনই খোলা চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে দিল এক পরীক্ষার্থী। সম্প্রতি NEET, JEE পরীক্ষা নিয়ে এই মুহুর্তে বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার যেখানে চাইছে এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত না করতে অন্যদিকে বিরোধী দল ও ছাত্রছাত্রীদের ভিতর থেকে উঠেছে প্রতিবাদ।

IMG 20200831 120206

এমনই এক প্রতিবাদের মুখ মধ্যপ্রদেশের স্বাতী ত্রিপাঠী। ভাইরাল হওয়া ভিডিওতে খোলাখুলি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সে। ভাইরাল ভিডিওতে সরকারের একের পর এক সিদ্ধান্তের সমালোচনা করে বলে কোচিং মাফিয়াদের চাপে এই পরীক্ষা করানো হচ্ছে।

সে বলে, যে দেশ ব্যাপী বন্যা ও অতিবৃষ্টি চলছে এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারা খুবই কষ্টকর। একই সাথে অনেকের বাবা মা কর্মহীন তারা কিভাবে ছেলে মেয়েদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে তা নিয়েও ভাবছে না সরকার।

সে আরো বলে, NTA এর গাইডলাইন ভালো করে খতিয়ে দেখেছে সে। যেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের গ্লাভস পরে পরীক্ষা দিতে হবে৷ সে বলে NEET যারা দিচ্ছে তারা বিজ্ঞানের ছাত্র ছাত্রী। তাদের প্রতিটি প্রশ্নের উত্তর অঙ্ক কষে দিতে হয়। যেখানে ডাক্তার ছাড়া অন্য কেউ ৫ মিনিটের বেশী গ্লাভস হাতে রাখতে পারে না সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে পারবে।

এরপরেই সে খোলাখুলি চ্যালেঞ্জ জানায়, সে বলে শিক্ষামন্ত্রী ও অন্যান্য যারা গ্লাভস পরে NEET এর পক্ষে পরীক্ষা নেওয়ার কথা বলছেন তারা ২০ মিনিট গ্লাভস পরে লিখে দেখান। একই সাথে সে জানায় মাস্ক ও চশমা একবারে পড়লে কিছুক্ষণ পর চশমা দিয়ে আর কিছু দেখা যায় না। এই পরীক্ষা নেওয়ার পিছনে কোচিং মাফিয়াদের যোগ আছে বলেও অভিযোগ তার।

ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। আগুনের মত ছড়িয়ে পড়া ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রায় ৬০ হাজার নেট জনতা। লাইক ও রিটুইট হয়েছে প্রায় ৬০০০ করে। দেখে নিন সেই ভিডিও

 

সম্পর্কিত খবর