জলাশয়ের মাছেদের যত্ন করে খাবার খাওয়াচ্ছে শিম্পাঞ্জি, ভাইরাল ভিডিওতে বিস্মিত নেটপাড়া

বাংলাহান্ট ডেস্কঃ অ্যাকোরিয়ামের মাছকে যত্ন নিতে ভালোবাসেন অনেকেই। কেউ কেউ পুকুরে গিয়ে মাছদের খাবার খাওয়াতে ভালবাসে। এবার ছোট্ট একটি জলাশয়ে মাছেদের খাবার খাইয়ে ভাইরাল (viral) হল এক শিম্পাঞ্জি।

   

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।

আইএফএস সুসান্ত নন্দার টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ঐ ভিডিওতে দেখা যায়, একটি জলাশয়ের পাশে একটি কাঠের পাটাতনে বসে রয়েছে এক শিম্পাঞ্জি। ঠিক মানুষের মত হাঁটু মুড়ে বসে সে মাছেদের খাবার খাওয়াচ্ছে। অবিকল দেখে মনে হবে কোনো নিরীহ ভদ্রলোক, অবসর যাপন করছেন মাছেদের সাথে।

ভিডিওটি শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন,” শিম্পাঞ্জি 98% মানুষ😊
মাছ খাওয়ানো অন্যতম সেরা স্ট্রেস ব্যাস্টার। আপনার নিজের জন্য চেষ্টা করুন। “। কিন্তু তার এই বক্তব্যে সহমত হয়নি জনৈক নেটিজেন। তার বক্তব্য মানুষই বরং ২% শিম্পাঞ্জি বাকিটা দানব। আবার আরেক নেটিজেনের বক্তব্য, শুধু মাছ নয়, গোর্কি খাইয়ে আমি বেশ হালকা অনুভব করি। অবলা সব প্রাণী আর আর্তদের মুখে খাবার তুলে দেওয়ার মধ্যে শান্তি আলাদা।

 

সম্পর্কিত খবর