চোখে জাতীয় পতাকার ছবি এঁকে বিরল দেশ ভক্তির নিদর্শন, শিল্পীর ভাইরাল ভিডিও দেখে ‘হাঁ” জনগণ

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপর ভারতবর্ষ উদযাপন করতে চলেছে ৭৫ তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সরকারি ক্ষেত্র থেকে বিভিন্ন বেসরকারি মাধ্যম, দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করতে রীতিমতো তৈরি। এরই মধ্যে এক বিরল দেশ ভক্তির নিদর্শন স্থাপিত করলেন এক শিল্পী। নিজের চোখের মধ্যে জাতীয় তেরঙ্গা পতাকা এঁকে ভাইরাল নেট মাধ্যমে।

তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এক শিল্পী চোখের মধ্যে জাতীয় পতাকা এঁকে প্রশংসা কুড়িয়েছেন নেট মাধ্যমে। প্রশংসার পাশাপাশি অনেকেই এই কাজকে বিপদজনক বলেও আখ্যা দিয়েছেন।
জানা গিয়েছে চোখের সাদা অংশে শিল্পী এই জাতীয় পতাকা অঙ্কন করেছেন। এর পেছনে শুধুই কি দেশ ভক্তি নাকি দ্রুত জনপ্রিয়তা লাভের আশা?

শিল্পীর কথায়, দেশের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে যুব সমাজের কাছে সচেতনতা বাড়াতেই তিনি চোখের সাদা অংশে তেরঙা এঁকেছেন। এই শিল্পী প্রথমে তেরঙার একটি মিনিয়েচার অঙ্কন করেন। এরপর সেটি তার ডান চোখের সাদা অংশে বসান। তবে অন্যদের এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

যদিও চক্ষু বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কাজ চোখের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তিনি যে সংমিশ্রণের মাধ্যমে জাতীয় পতাকা অঙ্কন করেছেন সেগুলি থেকে তার চোখে চুলকানি বা ভাইরাস ঘটিত রোগের সংক্রমণ ঘটতে পারে।

তবুও শিল্পীর দেশ ও জাতীয় পতাকার প্রতি এই ভালোবাসা নেট দুনিয়ার নাগরিকদের মন জয় করে নিয়েছে। কিন্তু নেট মাধ্যমের একাংশের বক্তব্য, শুধুমাত্র দ্রুত জনপ্রিয়তা লাভের আশায় শিল্পী এই ধরনের কাজ করেছেন। কোয়েম্বাটোরের বাসিন্দা ইউএমটি রাজা মিনিয়েচার আর্টিস্ট হিসেবে বিখ্যাত। সোশ্যাল মিডিয়াতেও এই শিল্পীর ফলোয়ার বেশ চোখে পড়ার মতো। করোনা কালে তার শৈল্পিক দক্ষতা মন কেরেছিল নেট দুনিয়ার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর